‘আদম’ বলা চলে, এই সিনেমার মাধ্যমে অভিনয়ের মূল সড়কে পা রেখেছিলেন জান্নাতুল ফেরদৌস ঐশী। এর আগে একাধিক সিনেমায় তাকে দেখা গেলেও সেগুলোতে নিজেকে ভাঙা-গড়ার সুযোগ হয়ে ওঠেনি। কিন্তু ‘আদম’-এ তার চরিত্রের বিস্তৃতি, গভীরতা থাকায় সুযোগটা কাজে লাগিয়েছেন। তারওপর ছবিটা মুক্তি পাচ্ছে আসন্ন ঈদে। ফলে ঐশীর মন থাকার কথা ফুরফুরে, উচ্ছ্বসিত। অথচ তিনি যেন মৌনব্রত পালন করছেন!
কদিন আগেই প্রকাশ হয়েছে ‘আদম’র পোস্টার ও ট্রেলার। কিন্তু সেগুলো নিয়ে প্রচারণা করছেন না ঐশী। এ নিয়ে ছবিটির নির্মাতা আবু তাওহীদ হিরণের দাবি, অভিনেতা-অভিনেত্রী সবাইকে জানানো হয়েছে। কেউ শেয়ার দিয়েছেন, কেউ দেননি।
হিরণের ভাষ্য এমন, ‘আমি নির্মাতা হিসেবে আমার জায়গা থেকে করছি, প্রতিটা শিল্পীকেও তাই করতে হবে। তাদেরকে সব বিষয়ে জানানো হচ্ছে, যেমন ট্রেলার রিলিজ হলো, লিংকটা পাঠালাম। কিন্তু সেটা শেয়ার করার জন্য তো রিকোয়েস্ট করা সম্ভব না। যার যার ইচ্ছে হচ্ছে, তিনি শেয়ার করছেন। যেমন ফার্স্টলুক নিয়ে ইয়াশ প্রচারণা করেছে, কিন্তু ঐশী কেন করলো না, জানি না আমরা।’
‘আদম’ নিয়ে নিজের আগ্রহের কথা জানিয়ে ঐশী বলেন, “এই ছবির ঘোষণার পর থেকে সবচেয়ে বেশি প্রচারণা আমি করেছি। এজন্য হিরণ ভাইও অ্যাপ্রিসিয়েট করতেন। এখনও সাংবাদিকরা যখন আমার কাছে জানতে চান, আমি কিন্তু ছবিটা নিয়ে ঠিকই কথা বলি। কারণ এই ছবি নিয়ে আমার ভালোলাগা, প্রত্যাশা সবই বেশি। এ পর্যন্ত যে’কটা ছবি করেছি, তার মধ্যে এটাতেই বেশি পরিশ্রমের সুযোগ পেয়েছি। আসলে কাজের ক্ষেত্রে পরিশ্রম করতে পারলে আনন্দ লাগে আমার। ‘মিশন এক্সট্রিম’ বলুন কিংবা ‘রাতজাগা ফুল’ প্রতিটা ছবির প্রচারে আমি দিনরাত সময় দিয়েছি। তাহলে এটার প্রচারণা করতে গাফিলতি করব কেন?”
অভিমানের দেয়াল ভেঙে তবু ‘আদম’র বন্দনা করলেন ঐশী। শুটিং অভিজ্ঞতার খুচরো স্মৃতি শেয়ার করলেন এভাবে, ‘এই ছবিতে কাজের অভিজ্ঞতা চমৎকার। আবার চ্যালেঞ্জিংও বটে। টিমের প্রায় সবাই তরুণ। ফলে পারস্পরিক আলোচনার মাধ্যমে কাজটা করতে পেরেছি।
একটা ঘটনা বলি, ট্রেলারে দেখেছেন একটি দৃশ্যে আমি ফাঁসি নিতে যাচ্ছি। ওই দৃশ্যের শুটিংয়ের জন্য প্রথমে একটা ফ্রেম ঠিক করা হয়েছিল। কিন্তু আমার মনে হলো, ফ্রেমটা অন্যভাবে নিলে বেটার হবে। এটা আমি পরিচালকের সঙ্গে শেয়ার করি এবং তিনিও পছন্দ করেন। সঙ্গে সঙ্গে ফ্রেম পরিবর্তন করা হয়। এভাবেই আমরা মিলেমিশে কাজটি করেছি।’
ছবিটিতে ঐশীর বিপরীতে আছেন ইয়াশ রোহান। এ ছাড়াও অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, রঙ্গন হৃদ্য, অ্যালেন শুভ্র, শহীদুজ্জামান সেলিম, প্রাণ রায়, মনিরা মিঠু, সুমনা সোমা, আফফান মিতুল, ইকবাল হোসেন ও মিলন ভট্টাচার্য।