The news is by your side.

আত্মত্যাগের মহিমায় উদ্ভাসিত রাজনৈতিক সংগঠন- আওয়ামী লীগ

0 114

বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করে বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কদের।

শুক্রবার বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ২২তম জাতীয় কাউন্সিল উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, জন্মলগ্ন থেকেই ধর্ম নিরপেক্ষ, অসাম্প্রদায়িক রাজনীতি, বাঙালি জাতীয়তাবাদ, গণতান্ত্রিক সংস্কৃতি, শোষণমুক্ত-সাম্যের সমাজ এবং একটি উন্নত, সমৃদ্ধ, আধুনিক ও প্রগতিশীল সমাজ-রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণের ভিত্তি রচনা করেছে বাংলাদেশ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের মধ্যদিয়ে অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা।

তিনি বলেন, আওয়ামী লীগ বাংলার মানুষের গণতান্ত্রিক অধিকার এবং অর্থনৈতিক মুক্তি প্রতিষ্ঠার জন্য নিরন্তর সংগ্রাম অব্যাহত রেখেছে। বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে নিরন্তর সংগ্রামে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী আত্মত্যাগ করেছে, জেল-জুলুম ও নির্যাতন সহ্য করেছে। পৃথিবীতে এ ধরনের আত্মত্যাগের মহিমায় উদ্ভাসিত রাজনৈতিক সংগঠনের উদাহরণ বিরল।

বাংলাদেশ আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন উপলক্ষে গঠিত সব কমিটি সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে বলেও জানান কাদের।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএ ম মোজাম্মেল হক, মির্জা আজম ও সফিউল আলম চৌধুরী নাদেল, প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক আব্দুস সোবহান গোলাপ ও দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.