The news is by your side.

আজ বৈঠকে বসতে পারেন পাপন-তামিম

0 214

অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছিলেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। তবে শেষ সময়ে বিশ্বকাপ দল থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন তিনি। এরপরে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ থেকেও নিজেকে গুটিয়ে নেন এই ওপেনার। শুধু তাই নয়, নিউজিল্যান্ডের বিপক্ষে অ্যাওয়ে সিরিজেও খেলবেন না তামিম।

আন্তর্জাতিক ক্রিকেটে নিজের ভবিষ্যৎ নিয়ে আজ  বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তামিমের। নিজের ভবিষ্যৎ পরিকল্পনা বোর্ডকে চূড়ান্তভাবে জানাবেন বলে জানা গেছে। এই বৈঠকে থাকার কথা রয়েছে বিসিবির ক্রিকেট পরিচলনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুসের।

বিসিবি সভাপতির বাসভবনে তাদের আলোচনায় বসার কথা রয়েছে। তবে এই বৈঠক শুরুর সময় নিশ্চিত হওয়া যায়নি। জানা গেছে, আজ দুপক্ষের বৈঠকে নির্ধারণ হতে পারে তামিমের পরবর্তী সিদ্ধান্ত।

 

Leave A Reply

Your email address will not be published.