নিজস্ব প্রতিবেদক
রাজধানীর অন্যতম প্রাচীন এবং ঐতিহ্যবাহী বিপণন কেন্দ্র আজিজ কো- অপারেটিভ সুপার মার্কেটের গেট-টুগেদার ও বার্ষিক বনভোজন আগামী ২৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে। নারায়ণগঞ্জের ভুলতা সুবর্ন গ্রাম অ্যামিউজমেন্ট পার্কে এ বনভোজন অনুষ্ঠিত হবে।
আজ সকালে আজিজ কো- অপারেটিভ সুপার মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী কল্যাণ সমিতি অফিসে বনভোজনের টিকিট বিক্রি কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
প্রথম টিকিট ক্রয় করেন – বিজ্ঞাপন নির্মাণ প্রতিষ্ঠান সিগনেচার মাল্টিমিডিয়ার স্বত্বাধিকারী ও অনলাইন নিউজ পোর্টাল -ভিশন নিউজ ২৪ সম্পাদক সুজন হালদার।
সমিতির সভাপতি নাজমুল আহসান, সাধারণ সম্পাদক মোঃ আলমগীরসহ বনভোজন বাস্তবায়ন কমিটির কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।
সমিতির সাধারণ সম্পাদক মোঃ আলমগীর বলেন, মার্কেটের ঐতিহ্য ও ব্যবসায়ীদের বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে প্রতিবারের মতো এবারও উৎসবমুখর পরিবেশে বনভোজন অনুষ্ঠিত হবে।
নিয়মিত আয়োজনের পাশাপাশি থাকবে – মতবিনিময়, সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা এবং র্যাফেল ড্র।
সমিতির সভাপতি নাজমুল আহসান ২২ জানুয়ারির মধ্যে টিকিট সংগ্রহের জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।