চার সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আঙুলে চোট পেয়েছেন তিনি। ফলে আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে তাকে ছাড়াই মাঠে নামবে বাংলাদেশ দল।
দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিং করার সময় মেহেদী হাসান মিরাজের বলে ক্যাচ নিতে গিয়ে চোট পান সাকিব। দ্রুতগতির বল সরাসরি তার আঙুলে আঘাত করে। তবে ওই অবস্থায় পরে ব্যাটিং করতে দেখা যায় তাকে।
বিসিবি সূত্রে জানা গেছে, সাকিবকে প্রায় চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। ফলে আইরিশদের বিপক্ষে আজ আর মাঠে নামা হচ্ছে না তার।
প্রথম ওয়ানডে বৃষ্টির কারণে পরিত্যক্ত হলেও দ্বিতীয় ওয়ানডেতে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ। ৪৫ ওভারের ম্যাচে ৩২০ রান তাড়া করে জিতেছে টাইগাররা। তৃতীয় ম্যাচে আইরিশরা জিতে গেলে ভাগাভাগি হবে সিরিজ। বাংলাদেশ জিতে গেলে ২-০ ব্যবধানে সিরিজও নিজেদের করে নেবে। তবে বৃষ্টির কারণে আজকের ম্যাচ পরিত্যক্ত হয়ে গেলেও ১-০ ব্যবধানে সিরিজ জিতবে তামিম ইকবালের দল। বাংলাদেশ সময় বিকেল পৌনে ৪টায় শুরু হবে আজকের ম্যাচটি।