ব্যাংক থেকে চেকের মাধ্যমে টাকা তোলার পরিমাণ আরও এক লাখ টাকা বাড়লো বাংলাদেশ ব্যাংক। আগামী সপ্তাহের প্রথম দিন রোববার থেকে নগদ ৫ লাখ টাকা তোলার সীমা বেঁধে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
গত সপ্তাহে ব্যাংক থেকে নগদ সর্বোচ্চ ৪ লাখ টাকা তোলার সুযোগ ছিল। নতুন এই সিদ্ধান্ত শনিবার সব বাণিজ্যিক ব্যাংককে অবহিত করা হয়েছে।
গণআন্দোলনের মুখে সরকার পতনের পর ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় এবং সেদিনই ব্যাংক থেকে চেকের মাধ্যমে ১ লাখ টাকার বেশি তুলতে না দেওয়ার নির্দেশনা দেওয়া হয়।
আগামী সপ্তাহ থেকে চেকের মাধ্যমে ৫ লাখ টাকার বেশি তোলা না গেলেও ডিজিটাল লেনদেনে যেকোনো পরিমাণ টাকা স্থানান্তর করার সুযোগ থাকছে।
গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলনের চাপ কিছুটা বেড়ে যায়। এসব অর্থ যাতে কোনোভাবেই সন্ত্রাসী বা অবৈধ কাজে ব্যবহৃত না হয়, সেজন্য নগদ টাকা উত্তোলন কিছুটা নিরুৎসাহিত করতে এ সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক।