The news is by your side.

আগামী বছর বনি-কৌশানির বিয়ে

0 78

 

ভারতের চলমান লোকসভা নির্বাচনের পরই বিয়েটা সেরে নেবেন টলিউড অভিনেত্রী কৌশানি মুখার্জি ও অভিনেতা বনি সেনগুপ্ত। দুই পরিবার নাকি প্রস্তুতিও শুরু করে দিয়েছে।

বনি বলেন, ‘খবরটা মিথ্যা। আমি জানি না, কে বলেছে লোকসভা ভোট শেষ হলেই আমরা বিয়ে করছি। আমার কোনও ধারণা নেই। আমাদের দুজনের কেউ কিন্তু বলিনি।’

বনি-কৌশানির প্রেম দীর্ঘ দিনের। একসঙ্গে হরহামেশাই অবকাশ যাপনে যান তারা। রাখঢাক না করেই সম্পর্ক চালিয়ে নিচ্ছেন তারা।  তাহলে বিয়েটা ঠিক কবে? বনি বলেন, ‘২০২৪- এ বিয়ের কোনও প্ল্যানই নেই। আমরা আগামী বছর বিয়েটা করে নেবো আশা করছি। দুজনের বাড়ি থেকেই বিয়ের সিদ্ধান্তটা আমাদের ওপরই ছেড়ে দিয়েছে।’

বিয়ের ক্ষেত্রে বনি-কৌশানি দুজনেরই পছন্দ ডেস্টিনেশন ওয়েডিং। অভিনেতার মন্তব্য এরকম, ‘ইচ্ছে তো রয়েছে ডেস্টিনেশন ওয়েডিংয়ের। কোডিভের আগে আমরা একবার বিয়ের প্ল্যান করেছিলাম। তখনই ভাবনা-চিন্তা ছিল দুই পরিবার কোথাও বাইরে গিয়ে যদি বিয়েটা সারতে পারি তাহলে মজা হয়। তারপর এসে কলকাতায় সবাইকে নিয়ে রিসেপশন। সেই ইচ্ছেটা এখনও রয়েছে। আমাদের দুজনের খুব পছন্দের জায়গা হল বালি (ইন্দোনেশিয়া) অথবা থাইল্যান্ডের কো সামুই। দেখা যাক কী হয়!’

২০১৪ সালে ‘বরবাদ’ ছবির মাধ্যমে অভিষেক হয় বনির। এক বছর পর ‘পারবো না আমি ছাড়তে তোকে’ দিয়ে বনির নায়িকা হিসেবেই আত্মপ্রকাশ করেন কৌশানি। এরপর তারা একসঙ্গে বেশ কয়েকটি সিনেমায় কাজ করেছেন। তখন থেকেই তাদের প্রেমের সম্পর্ক বজায় রয়েছে।

 

Leave A Reply

Your email address will not be published.