The news is by your side.

আগামী নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে বাইডেন-ট্রাম্পের মধ্যে: নিউইয়র্ক টাইমস

0 120

 

যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪ সালে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে আগামী নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে বলে এক সমীক্ষায় উঠে এসেছে।

মঙ্গলবার নিউইয়র্ক টাইমস ও সিয়েনা কলেজের জরিপে এই তথ্য উঠে এসেছে।

সমীক্ষায় দেখা গেছে, ২০২৪ সালের যুক্তরাষ্ট্রে নির্বাচন আজ অনুষ্ঠিত হলে বাইডেন এবং ট্রাম্প উভয়েই ৪৩ শতাংশ ভোট পাবেন।

সমীক্ষায় আরও বলা হয়েছে, ট্রাম্প ও বাইডেন উভয়েরই অনুমোদনের রেটিং কম রয়েছে ৫৪ শতাংশ উত্তরদাতারা বাইডেনের এই পদ থাকার বিষয়ে অস্বীকৃতি জানিয়েছেন এবং ৫৫ শতাংশ ট্রাম্পের বিপক্ষে মত দিয়েছে। তবে উভয় প্রার্থীরই তাদের নিজ নিজ দলের মনোনয়ন পাওয়ার সম্ভাবনা রয়েছে।

সমীক্ষা থেকে আরও জানা যায়, ডেমোক্র্যাটিক পার্টির ২০২৪ সালের রাষ্ট্রপতি মনোনীত প্রার্থী হওয়ার জন্য তারা বাইডেন ছাড়া অন্য কাউকে পছন্দ করার কারণ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, ৩৯ শতাংশ মানুষ তার বয়সের কারণে অস্বীকৃতি প্রকাশ করেছেন।

ট্রাম্পের বিষয়ে সমীক্ষায় বলা হয়েছে, ৫১ শতাংশ মানুষ বলেছেন ট্রাম্প গুরুতর ফেডারেল অপরাধ করেছেন এবং ৫৩ শতাংশ মানুষ বিশ্বাস করে যে, ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের পর তার ক্রিয়াকলাপ এতদূর গিয়েছিল যে তিনি যুক্তরাষ্ট্রের গণতন্ত্রকে হুমকির মুখে ফেলেছিলেন।

Leave A Reply

Your email address will not be published.