The news is by your side.

আওয়ামী লীগ সরকার ছাড়া কোন সরকারই মুক্তিযোদ্ধাদের মর্যাদা দেয়নি : শাজাহান খান

0 183

 

বরিশাল প্রতিনিধি

বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতিমন্ডলির সদস্য শাজাহান খান এমপি বলেছেন, জিয়া ও খালেদা সরকার বিভিন্ন সময়ে আন্দোলন সংগ্রামের নামে মুক্তিযোদ্ধাদের খুন করেছে। বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে বীরমুক্তিযোদ্ধা দের প্রকৃতি সম্মান-মর্যাদা,সম্মানিত ভাতা,আবাসন, সুদমুক্ত লোনের ব্যবস্থা ও মৃত্যুর পরে রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন সহ চলাফেরায় নানান সুযোগ সুবিধা দিয়েছেন।

নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর চেতনা, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরে বর্তমান সরকারের ধারাবাহিক উন্নয়ন প্রচারের পাশাপাশি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে এবং নৌকা প্রার্থীদের বিজয়ীয় করতে মুক্তিযোদ্ধা, তাদের সন্তান ও নাতি নাতনিদের এখনি প্রস্তুতি নিয়ে মাঠে নামার আহ্বান জানান তিনি।

সোমবার (২ জানুয়ারি)  সকাল ১০ টায় বরিশাল সার্কিট হাউজ মিলনায়তনে মুক্তযোদ্ধাদের সাথে  মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বীরমুক্তিযোদ্ধা শাজাহান খান ।

মতবিনিময় সভায় প্রধান বক্তার বক্তৃতায় বরিশাল সিটি করপোরেশন মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে যুদ্ধ করেছেন। আর বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের সম্মান ও মর্যাদা দিয়েছেন।

তাই আগামী জাতীয় সংসদ সদস্য নিবার্চনে নৌকা বিজয়ে মুক্তিযোদ্ধাদের নির্দেশে তরুণ প্রজন্মরা নিরলস কাজ করবে৷

বরিশাল বিভাগ সেক্টর কমান্ডার্স ফোরাম মুক্তিযোদ্ধা ৭১ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রদ্বীপ কুমার ঘোষের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের যুগ্ন সদস্য সচিব বীরমুক্তিযোদ্ধা এবিএম সুলতান আহমেদ সহ জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড নেতৃবৃন্দ বক্তৃতা করেন। এরপর প্রধান অতিথি বরিশাল জেলা মুক্তিযোদ্ধাদের যাচাই বাঁচাই কার্যক্রম পরিচালনা করেন।

Leave A Reply

Your email address will not be published.