অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, এ সরকার চায় না কোনও রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল হোক। মঙ্গলবার (২৭ আগস্ট) আওয়ামী লীগ নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চাওয়া রিট শুনানিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
অ্যাটর্নি জেনারেল আদালতকে বলেন, সরকারের পলিসির মধ্যে কোন রাজনৈতিক দল নিষিদ্ধ এর পরিকল্পনা নেই। আওয়ামী লীগকে পার্টি করে নাই পিটিশনে।
আর অন্য কোন রাজনৈতিক দলও চায় না যে বাংলাদেশে আওয়ামিলীগ নিষিদ্ধ হোক। সরকারের পলিসি সকলের জন্য ওপেন ও ফেয়ার গ্রাউন্ড তৈরি করা। আওয়ামী লীগের লাখ লাখ সাপোর্টার আছে। তাই এই পিটিশন উইদ কস্ট রিজেক্ট করার জন্য বলেন।
এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতাকে নির্বিচার হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দলটির নিবন্ধন বাতিল চেয়ে করা রিটের আদেশের দিন পিছিয়ে আগামী ১ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। আজ মঙ্গলবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মো. মাহবুব উল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।