আওয়ামী লীগের নির্বাচনী পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান হলেন দলটির প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ। শুক্রবার রাজধানীর তেজগাঁওস্থ ঢাকা জেলা কার্যালয়ে দলটির জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।
দলীয় প্রধান শেখ হাসিনার সভাপতিত্বে শুক্রবার বিকেল ৩টায় শুরু হওয়া এই নির্বাচন পরিচালনা কমিটির সভায় অংশ নেন কমিটির অন্যান্য সদস্যরাও।
দেশের মানুষ নির্বাচন বানচাল করতে দেবে না উল্লেখ করে এ সময় সূচনা বক্তব্যে শেখ হাসিনা বলেন, ‘অস্ত্র হাতে নয়, রাতের অন্ধকারে নয়, ভোটের মধ্য দিয়ে সরকার গঠন হবে বাংলাদেশে। নির্বাচন করতে দেবে না বলে আগেও আগুন দিয়েছে, এখনও দিচ্ছে। আগুন নিয়ে খেলা দেশের মানুষ মেনে নেবে না। দেশের মানুষ নির্বাচন বানচাল করতে দেবে না। নির্বাচন বানচালের নামে যারা আগুনসন্ত্রাস করছে তাদের ক্ষমা নেই।’
পরে আয়োজিত সভায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ দলটির নির্বাচনী পরিচালনা কমিটির কো-চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন বলে সিদ্ধান্ত হয়।