The news is by your side.

আওয়ামী লীগের জনসভা করা উচিৎ হয়নি : সিইসি

0 599

 

আওয়ামী লীগ ঢাকার বিভিন্ন স্থানে যে সমাবেশগুলো করেছে তার আগে অনুমতি নেয়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন (সিইসি) কে এম নূরুল হুদা। তিনি বলেছেন, আওয়ামী লীগের অনুমতি নেওয়া উচিত ছিল।

আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এ কথা জানান।

সিটি নির্বাচনের শেষ দিনের প্রচার চলার মধ্যে আওয়ামী লীগ মুজিব বর্ষের প্রস্তুতি উপলক্ষে ওয়ার্ডে ওয়ার্ডে মিছিল সমাবেশ করেছে। এ প্রসঙ্গে সিইসি বলেছেন, সমাবেশ করার আগে নির্বাচন কমিশনকে জানানো উচিত ছিল এবং অনুমতি নেওয়া উচিত ছিল। তিনি বলেন, শুনেছি, মুজিব বর্ষের প্রস্তুতি নিয়ে সভা হচ্ছে। এটা বলেনি। এ সভায় যদি নির্বাচন নিয়ে কিছু না বলে থাকে তা বিধিতে আলাদা ভাবে কিছু বলা নেই। তবে আমি মনে করি নির্বাচনকে সামনে রেখে এ সভা না করা উচিত ছিল। দরকার হলে আমাদের অনুমতি নেওয়ার প্রয়োজন ছিল।

নির্বাচন সামনে রেখে বহিরাগতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে কিনা প্রশ্নের জবাবে সিইসি বলে, ‘কারও কোনো বাসা বাড়িতে তল্লাশি করা, রেইড করা, এগুলো হচ্ছে না। হোটেলে, হোস্টেলে বা অন্যান্য জায়গায় যদি বাইরে থেকে কেউ এসে থাকে সেটার ব্যাপারে আইনশৃঙ্খলায় যারা নিয়োজিত তাদের বলেছি, যাদের প্রয়োজন নেই তারা যেন ঢাকায় না আসে। ভোট কেন্দ্রে চারপাশে যেন অকারণে জটলা না হয় সে ব্যাপারে তাদের ব্যবস্থা নিতে বলা হয়েছে। তিনি আরও বলেন, ‘বাইরে থেকে ঢাকায় আসার ব্যাপারে তো কঠোর ব্যবস্থা নেওয়া যায় না। যাদের প্রয়োজন নেই মনে করবে তারা যেন এখানে না আসে সেটাকে আমরা নিরুৎসাহী করেছি। তা নিয়ে পুলিশি অভিযান চালাতে বলিনি।’

নির্বাচনকে কেন্দ্র তরে সন্ত্রাসীরা ঢাকায় জড়ো হচ্ছে আওয়ামী লীগের এমন অভিযোগ প্রসঙ্গে সিইসি বলেন, ‘এমন কেউ প্রবেশ করেছে আমাদের জানা নেই, এমন তথ্যও নেই। তারা আশঙ্কা করতে পারে। সেটা আমরা বলেছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দেখতে। ’

Leave A Reply

Your email address will not be published.