সুজন হালদার
চলতি বছরের ডিসেম্বরে বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল। কেন্দ্র থেকে তৃণমূল আলোচনার বিষয়, কে হচ্ছেন সংগঠনের পরবর্তী সাধারণ সম্পাদক। গণমাধ্যম এবং সম্প্রচার মাধ্যমের বিষয়টি নিয়ে কৌতুহলের কমতি নেই। অবশ্য কৌতহল থাকাটাই স্বাভাবিক।
জাতীয় কাউন্সিলের ঠিক এক বছর পর- জাতীয় সংসদ নির্বাচন। নতুন সাধারণ সম্পাদককে অনেক বেশি চ্যালেঞ্জ নেয়ার সক্ষমতা থাকতে হবে। কে সাধারণ সম্পাদক হচ্ছেন, আমার কাছে তা মূল বিবেচ্য বিষয় নয়। বরং আমার কাছে গুরুত্বপূর্ণ- কোন বিবেচনায় সাধারণ সম্পাদক মনোনীত করা হবে।
অনেকেই দেশি-বিদেশি উচ্চতর ডিগ্রিধারী হাইপ্রোফাইল অনেক নেতার নাম আলোচনায় আনছেন। আমার ব্যক্তিগত মত- শুধু হাইপ্রোফাইল নয়, সংগঠনের প্রতি, নেতাকর্মী সমর্থকদের প্রতি, জনগণের প্রতি হাইলি কমিটেড কে বা কারা আছেন ; তাদের মধ্যে যোগ্যতম একজনকে গুরুত্বপূর্ণ এ পদে মনোনয়ন দেয়া যেতে পারে। যার প্রতি তৃণমূল নেতাকর্মীদের আস্থা রয়েছে, রয়েছে সর্বজনীন গ্রহণযোগ্যতা।
পছন্দের কোন নাম কিংবা তালিকা উপস্থাপনের ধৃষ্টতা দেখাচ্ছি না আমি,কারণ দলীয় সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ভালো করেই জানেন, যোগ্যতম প্রার্থী কে।