The news is by your side.

আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক হলেন মাশরাফি

0 106

 

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের যুব ও ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। বর্তমানে তিনি নড়াইল-২ আসন থেকে নির্বাচত আওয়ামী লীগের সংসদ সদস্য।

আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতিমণ্ডলীর প্রথম বৈঠক শেষে সোমবার রাতে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ তথ্য নিশ্চিত করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার সরকারি বাসভন গণভবনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় আওয়ামী লীগের নতুন কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ওবায়দুল কাদের গণভবনের ফটকে সাংবাদিকদের বলেন, ‘আজকে সভাপতিমণ্ডলীর সভায় কার্যনির্বাহী সংসদের যে পদগুলো শুন্য ছিল তার মধ্যে একটি পদ যুব ও ক্রীড়া সম্পাদক হিসেবে মাশরাফি বিন মোর্ত্তজাকে করা হয়েছে। আর বাকি সবগুলো পদ পূরণের জন্য সভপতিকে দায়িত্ব দেওয়া হয়েছে।’

এর আগে গত শনিবার আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কমিটি ঘোষণা করা হয়। তবে উপপ্রচার সম্পাদকসহ তিনটি সম্পাদকীয় পদ ও ২৮ টি সদস্য পদ এবং দুই সভাপতিমণ্ডলীর সদস্য পদ খালি রেখে কমিটি ঘোষণা করা হয়। তখন বলা হয় দলের সভাপতিমণ্ডলীর সভায় কমিটির বাকি অংশ ঘোষণা করা হবে।

এর দুই দিন পরে আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির সভাপতিমণ্ডলীর সদস্যদের সভা আজ সোমবার অনুষ্ঠিত হয়। সভায় শুধু যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদকের পদে মাশরাফি বিন মুর্তজাকে নির্বাচিত করা হয়। এখনো দুইটি সম্পাদকীয় পদ খালি আছে।

Leave A Reply

Your email address will not be published.