শুক্রবার ভারতের বিপক্ষে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে জয় পেল বাংলাদেশ। পরাজয়ে এশিয়া কাপ শুরু করা সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলটি আসর শেষ করেছে জয় দিয়ে।
প্রথমে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ২৬৫ রান সংগ্রহ করে টাইগাররা। শুরুতে টপ অর্ডারের তিন ব্যাটারকে হারিয়ে ধুঁকতে থাকা দলকে টেনে তোলেন সাকিব আল হাসান ও তাওহীদ হৃদয় জুটি। পরবর্তীতে দলের রান বড় করতে সহযোগিতা করেন শেখ মেহেদী এবং নাসুম আহমেদ। জবাবে ৪৯.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৫৯ রান করে ভারত। তাতে ৬ রানে জয় পায় লাল-সবুজের দল।
সাকিবদের সফলতা উপভোগ করেন তাদের পরিবারও। ভারতের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের পর স্ত্রীর ভালোবাসায় সিক্ত হয়েছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক। সুপার ফোরের শেষ ম্যাচে টাইগারদের এমন দুর্দান্ত জয়ের পর উচ্ছ্বাস প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন সাকিব পত্নী উম্মে আহমেদ শিশির।
স্বামীর দুর্দান্ত পারফরম্যান্স দেখে ফেসবুক বার্তায় শিশির লেখেন, ‘আই লাভ ইউ সাকিব আল হাসান।’ এই লেখার পর লাভ ইমোজি দিয়েছেন। তারপর বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়ে শিশির লিখেছেন, অসাধারণ এক জয়। পুরো দলকে অভিনন্দন।’
এই জয়ে ভারতের বিপক্ষে বহুজাতিক টুর্নামেন্টে তৃতীয় জয় পেয়েছে বাংলাদেশ। প্রথমবার বাংলাদেশ জিতেছিল ২০০৭ বিশ্বকাপে। এরপর জিতেছে ২০১২ এশিয়া কাপে। ২০১২ সালে মিরপুরে ভারতের দেওয়া ২৯০ রানের লক্ষ্য ৪ বল হাতে রেখে ৫ উইকেটে জিতে যায় বাংলাদেশ। সেই ম্যাচেও ম্যাচ-সেরা হয়েছেন সাকিব। ৩১ বলে ৪৯ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন সাকিব।