The news is by your side.

আইসল্যান্ডে রোমান্সে মেতেছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা

0 116

পশ্চিমবঙ্গের জনপ্রিয় তারকা জুটি অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন। ইতোমধ্যে তাদের সম্পর্কের এক যুগ পেরিয়ে গেলেও, এখনও গাঁটছড়া বাঁধেননি এই প্রেমিকযুগল। তবে মাঝে মধ্যেই রোমাঞ্চকর মুহূর্তে ধরা দেন অঙ্কুশ-ঐন্দ্রিলা।

এবার আইসল্যান্ডে রোমান্সে মেতেছেন এই তারকা জুটি। দুজনেই ঘুরতে ভীষণ পছন্দ করেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। তাই অবসর সময় কাটাতে আইসল্যান্ডে গেছেন তারা।

আইসল্যান্ডের ব্লু লেগুন থেকে তাদের ছবি শেয়ার করেছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। যেখানে দেখা যাচ্ছে, নীল জলে শরীর ডুবিয়ে রেখেছেন এই প্রেমিকযুগল।

নীল রংয়ের প্রিন্টেড বিকিনি পরে মেকআপ ছাড়াই বেশ লাস্যময়ী লুকে ক্যামেরায় পোজ দিয়েছেন ঐন্দ্রিলা। ছবিটি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ‘ স্বপ্ন’।

জানা গেছে, চারিদিকে পাহাড়ে ঘেরা এই আইল্যান্ডে প্রতিদিন ৫০০ জন পর্যটকের প্রবেশের অনুমতি রয়েছে। ব্লু লেগুনের উষ্ণ পানিতে রয়েছে প্রচুর পরিমাণে সালফার ও সিলিকা রয়েছে। এর তাপমাত্রা থাকে ৩৭-৩৯ ডিগ্রি সেললিয়াস।

আইসল্যান্ডে এই জায়গাটা পর্যটকদের বেশ পছন্দ। আইসল্যান্ডে ঘুরতে যাওয়া পর্যটকদের অনেকেই নাকি এই স্পাতে যান। তেমনি এবার সেখানে পৌঁছে গেছেন অঙ্কুশ ও ঐন্দ্রিলা।

 

 

 

Leave A Reply

Your email address will not be published.