The news is by your side.

আইফেল টাওয়ারের সামনে কনসার্ট ‌‌করলেন গ্ৰ্যামি জয়ী বিলি আইলিশ

পরিবেশ সচেতনতা আর উষ্ণায়ন রুখতে এর চেয়ে বড় উদাহরণ আর কীই বা হতে পারে!

0 173

ইউরোপে এমনটা যে আগে হয়নি তা নয়। ২০২১ সালে বিখ্যাত গায়ক এলটন জন এই ধরনের কনসার্টে সাড়া ফেলে দিয়েছিলেন। এবার সাত বারের গ্র্যামি জয়ী বিলি আইলিশ এরকম জলসা করলেন পরিবেশ সচেতনতা বাড়াতে। প্যারিসে আইফেল টাওয়ারের সামনে।

অবশ্যই বিশ্ব জুড়ে উষ্ণায়ন এখন বোধহয় সবচেয়ে মাথাব্যথার কারণ। আর কলকাতা থেকে যে ফোনগুলো পাই তাতে ওই ঘর্মাক্ত তপ্ত দুপুরগুলো ঠিক ঠাওর করতে না পারলেও হাড়ে হাড়ে টের পাচ্ছি কী অবস্থা সেখানে। ইদানিং তো সার্চ ইঞ্জিনের তাপমাত্রায় অত ডিগ্রির পাশাপাশি আবার ফিল লাইক বলে দেখিয়ে দেওয়া হচ্ছে। খাস ইউরোপও উষ্ণায়নের থাবা থেকে বাঁচেনি।

কনসার্ট এর আয়োজন করেছিল, এনজিও গ্লোবাল সিটিজেন। খোদ রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁ যার সূচনা করেন। বিনা পারিশ্রমিকেই গান গেয়েছেন আইলিশ। পরিবেশ সচেতনতা ও উষ্ণায়ন নিয়ে বিলি আইলিশের উদ্যোগ আগেও চর্চিত হয়েছে। এই বিখ্যাত গায়িকা নিজের প্রাইভেট জেট ব্যবহার ছেড়ে দিয়েছেন এবং তাঁর ২০২২ সালের ‘‌হ্যাপিয়ার দ্যান এভার’‌ সফরের সময়, তিনি পুনর্ব্যবহার, ভোটার–নিবন্ধন এবং পরিবেশগত গোষ্ঠী সম্পর্কে তথ্য সরবরাহে উৎসাহিত করতে আর নিজের উদ্যোগে ‘‌ইকো ভিলেজ’‌ স্থাপন করেছিলেন। এই কনসার্টের শিরোনাম ‘‌পাওয়ার আওয়ার প্ল্যানেট: লাইভ ইন প্যারিস’‌।

পরিবেশ সচেতনতা আর উষ্ণায়ন রুখতে এর চেয়ে বড় উদাহরণ আর কীই বা হতে পারে!‌ সাত বারের গ্র্যামি অ্যাওয়ার্ড জয়ী মেয়েটি তো দেখিয়ে দিল!‌ আর যারা কলকাতায় বসে ঠান্ডা মেশিনের সাময়িক স্বস্তি নিয়ে কাগজের পাতা ওল্টালেন তাদের জন্য অবশ্য পাঠ্য এই ইউরোপীয় নজির। কী বলেন?‌ এখনও আমরা একটু সবুজ পৃথিবীর কথা ভাববো না? কোনও উদ্যোগ নেবো না? ইউরোপ আমার চোখ খুলে দিল!‌

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave A Reply

Your email address will not be published.