The news is by your side.

আইপিএল: প্লে অফে ওঠার দৌড়ে এগিয়ে রাজস্থান, কলকাতা

0 150

 

আইপিএলে ১০ দলের লড়াই চলছে। প্রতিটি দলই ১০টি করে ম্যাচ খেলেছে। মুম্বই ইন্ডিয়ান্স এবং দিল্লি ক্যাপিটালস ১১টি করে ম্যাচ খেলেছে। প্রতিটি দল মোট ১৪টি করে ম্যাচ খেলবে। বাকি কয়েকটি ম্যাচের স্পষ্ট হয়ে যাবে প্লে-অফে কোন কোন দল উঠবে।

লিগ তালিকায় শীর্ষ স্থান ধরে রেখেছে রাজস্থান রয়্যালস। শনিবার মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে দ্বিতীয় স্থান ধরে রাখল কলকাতা নাইট রাইডার্স। দু’টি দলই ১০টি করে ম্যাচ খেলেছে। রাজস্থান জিতেছে আটটিতে। কলকাতা জিতেছে সাতটি। যেহেতু এই দুই দলের একে অপরের বিরুদ্ধে ম্যাচ রয়েছে, তাই শীর্ষে কোন দল থাকবে তার লড়াই এখনও চলবে।

তৃতীয় এবং চতুর্থ স্থানে থাকা দুই দলেরই পয়েন্ট সমান। দু’টি দলই ১০টি করে ম্যাচ খেলেছে। লখনউ সুপার জায়ান্টস এবং সানরাইজার্স হায়দরাবাদ ১২ পয়েন্ট করে পেয়েছে। এই চার দলের সব থেকে ভাল সুযোগ প্লে-অফে ওঠার। তবে নীচের দিকে থাকা দলগুলিও লড়াইয়ে রয়েছে।

চেন্নাই সুপার কিংস ১০ ম্যাচের মধ্যে পাঁচটিতে জিতেছে। ১০ পয়েন্ট পেয়েছে তারা। ষষ্ঠ স্থানে থাকা দিল্লি ক্যাপিটালসের পয়েন্ট ১০। তারা ১১টি ম্যাচ খেলেছে। পঞ্চম এবং ষষ্ঠ স্থানে রয়েছে এই দুই দল। সপ্তম এবং অষ্টম স্থানে রয়েছে পঞ্জাব কিংস এবং গুজরাত টাইটান্স। দুই দলই ৮ পয়েন্ট করে পেয়েছে। ১০টি করে ম্যাচ খেলেছে দু’টি দলই। এই দলই প্রথম চারে ওঠার চেষ্টা করবে।

লিগ তালিকায় শেষ দু’টি দল মুম্বই ইন্ডিয়ান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ১১ ম্যাচের মধ্যে তিনটিতে জিতেছে মুম্বই। বেঙ্গালুরু ১০টি ম্যাচের মধ্যে তিনটি জিতেছে। এই দুই দলের পক্ষে প্লে-অফে ওঠার রাস্তা সব থেকে কঠিন।

 

Leave A Reply

Your email address will not be published.