বিরাট কোহলি। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে নেতৃত্ব দিচ্ছেন তিনি। ভারতের প্রাক্তন অধিনায়ক ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর নেতৃত্ব ছেড়েছিলেন। ২০২২ সালের শুরুতে সব ধরনের ক্রিকেট থেকে নেতৃত্ব ছেড়ে দেন বিরাট। দীর্ঘ দিন পর আবার টস করলেন তিনি।
২০২২ সালের ১৪ জানুয়ারি শেষ বার দেখা গিয়েছিল অধিনায়ক বিরাটকে। ৪৬১ দিন পর আবার দেখা গেল তাঁকে।
গত বারের আইপিএলের আগেই আরসিবি-র নেতৃত্ব ছেড়ে দেন বিরাট। পরে ছাড়েন ভারতের নেতৃত্ব। টি-টোয়েন্টি ক্রিকেট থেকে নেতৃত্ব ছাড়ার পর এক দিনের ক্রিকেটেও তাঁকে আর অধিনায়ক রাখা হয়নি।
২০২২ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ় হারের পর লাল বলের ক্রিকেটেও আর নেতৃত্ব দেননি বিরাট। বৃহস্পতিবার টস হারলেন বিরাট। তিনি বলেন, “আমার কাছে এটা নতুন নয়। অনেক দিন নেতৃত্ব দিইনি এটাই যা। আমরা প্রথম ব্যাট করতে চেয়েছিলাম। সেটাই করতে পারব।”
(এই খবরটি সবেমাত্র দেওয়া হয়েছে। বিস্তারিত খবরটি কিছু ক্ষণের মধ্যেই আসছে। অপেক্ষা করুন।পাতাটি কিছু ক্ষণ পর পর রিফ্রেশ করুন। আপডেটেড খবরটি আপনি দেখতে পাবেন।অতি দ্রুততার সঙ্গে আপনার কাছে খবর পৌঁছে দেওয়ার সময়েও আমরা খবরের সত্যাসত্য সম্পর্কে সচেতন।
সেই জন্যই যে কোনও ‘খবর’ পাওয়ার পর, তার সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই আমরা তা প্রকাশ করি। ফেক নিউজ বা ভুয়ো খবরের রমরমার সময়ে এটা আরও বেশি জরুরি হয়ে উঠেছে।)