The news is by your side.

আইপিএলের মঞ্চ মাতালেন রাশমিকা-তামান্না

0 137

জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠেছে আইপিএল ২০২৩ টুর্নামেন্টের ১৬তম আসরের। চলতি বছর উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ মাতালেন দক্ষিণী তারকারা। নাচে-গানে রীতিমতো দ্যুতি ছড়িয়েছেন রাশমিকা-তামান্ন।

মঞ্চে একের পর এক দিক্ষিণী সব হিট গানে পারফর্ম করে দর্শকদের মনোরঞ্জন করেছেন এই তারকারা। এ দিন সুরের ঝলক দেখিয়েছেন বলিউডের জনপ্রিয় সঙ্গীতশিল্পী অরিজিৎ সিং।

আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শুরু হয় আইপিএলের প্রথম খেলা। উদ্বোধনী অনুষ্ঠানে গুজরাতি গান দিয়ে পারফর্ম শুরু করেন অরিজিৎ। এরপর মঞ্চে আসেন তামান্না ও রাশমিকা। তারা দুজনেই পারফর্ম করেন দক্ষিণের সব হিট গানের সঙ্গে।

‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার ‘সামি সামি’ এবং ‘ও অন্তভা’ গান মাতিয়ে রেখেছে গোটা দেশ। শেষে অস্কারজয়ী ‘নাটু নাটু’ গানেও পারফর্ম করেন রাশমিকা। আর তার সঙ্গে নাচে তাল মিলিয়ে নেচেছেন গ্যালারির সব দর্শকরাও!

বর্তমানে সারা দেশেই বেড়েছে দক্ষিণী তারকাদের কদর। যেখানে সাম্প্রতিক কালে বলিউডের অনেক সিনেমাতেই গুরুত্ব পাচ্ছেন তারা। সেই সঙ্গে আইপিএলের মঞ্চও মাতাচ্ছেন এই তারকারাই।

 

Leave A Reply

Your email address will not be published.