দেশের সব আইনজীবী সমিতি ও আদালত অঙ্গন টাউট, দালাল ও ভুয়া আইনজীবী সহকারী মুক্ত করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
এ সংক্রান্ত এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এ নির্দেশনা দেন। খবর বাসসের
একইসঙ্গে ৬০ দিনের মধ্যে এ আদেশ বাস্তবায়ন করে আদালতে প্রতিবেদন দাখিল করতে বাংলাদেশ বার কাউন্সিল সচিবকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বিষয়টি নিয়ে রিটকারী এডভোকেট ফরহাদ উদ্দিন আহমেদ ভূইঁয়া আদালতের আদেশের কথা জানান। তিনি বলেন, বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ আজ সোমবার রিটটির প্রাথমিক শুনানি শেষে এ নির্দেশনা দেয়।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল অমিত তালুকদার।