The news is by your side.

আইএমএফের লক্ষ্যমাত্রা পূরণ করেছে বাংলাদেশ : অর্থমন্ত্রী

0 104

 

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) দেয়া প্রায় সব লক্ষ্যমাত্রা বাংলাদেশ পূরণ ক‌রেছে। বাংলা‌দেশ ভা‌লো কর‌ছে ব‌লে ম‌নে করছে সংস্থা‌টি। বৃহস্পতিবার স‌চিবাল‌য়ে বাংলা‌দে‌শে আইএমএফের আবা‌সিক প্রতি‌নিধি জ‌য়েন্দু দে’র স‌ঙ্গে সাক্ষাত শে‌ষে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সাংবা‌দিক‌দের এ কথা জানান।

তিনি ব‌লেন, তৃতীয় কি‌স্তির অর্থ ছা‌ড়ের আগে সাম‌নে মা‌র্চে আইএমএফের মিশন বাংলা‌দে‌শে আস‌বে। ওরা দেখ‌বে আমরা ঠিকভা‌বে সব কিছু কর‌ছি কি না। পরীক্ষায় পাশ করলে আমরা কি‌স্তির টাকা পাব।

বিনিময় হার বাজার ভি‌ত্তিক করার বিষ‌য়ে আইএমএফ কিছু ব‌লে‌ছে কি না জান‌তে চাই‌লে অর্থমন্ত্রী ব‌লেন, আপাতত ক্রলিং পেগনী‌তি অনুসা‌রেই বি‌নি‌ময় হার নির্ধা‌রিত হ‌বে।

দুর্বল ব্যাংকের একীভূতকরণের বিষ‌য়ে বাংলা‌দেশ ব্যাংকের ঘোষণা বাস্তবায়নের অগ্রগতির বিষ‌য়ে জান‌তে চাইলে তিনি ব‌লেন, দুর্বল ব্যাংক‌কে সবল ব্যাংকের স‌ঙ্গে একীভূত করা ভা‌লো। এটি হ‌তেই পা‌রে। উন্নত অর্থনীতিতে অহরহ একীভূতকরণ হ‌য়ে থা‌কে। ত‌বে এখ‌ন পর্যন্ত আমা‌দের কা‌ছে বাংলা‌দে‌শের কো‌নো ব্যাংকের একীভূতকরণের প্রস্তাব আসেনি। প্রস্তাব আসুক, তারপর দেখা যা‌বে।

Leave A Reply

Your email address will not be published.