The news is by your side.

অ্যালেক্স নারভেজ়: পুলিশের উর্দি যেমন পরেন, তেমন বিকিনিও!

0 168

পুলিশকর্মী যদি সুন্দরী হন, তা হলে তাঁকে দেখে বহু পুরুষের হৃদয়েই ধুকপুকানি শুরু হয়। দেশ-বিদেশে অনেক সুন্দরী পুলিশকর্মীই রয়েছেন, সমাজমাধ্যমে যাঁদের অনুরাগীর সংখ্যা যে কোনও খ্যাতনামীর কাছে ঈর্ষণীয়।

কলম্বিয়ার এমনই এক মহিলা পুলিশকর্মী রয়েছেন, যাঁর প্রেমে হাবুডাবু খাচ্ছেন অগণিত যুবক। ওই মহিলা পুলিশকর্মীর লাস্যময়তায় কাবু হয়ে গিয়েছেন তাঁরা।

তাঁর নাম অ্যালেক্স নারভেজ়। ২৮ বছরের এই তরুণী পুলিশকর্মী হিসাবে কাজ করছেন। রক্ষকের ভূমিকা পালন করার সঙ্গে সঙ্গে নিজের ব্যক্তিগত শখ-আহ্লাদও পূরণ করছেন তিনি।

পুলিশকর্মী মানেই সবসময় রাশভারী হাবভাব বজায় থাকতে হবে— এমন ধারণা ফুৎকারে উড়িয়ে দিয়েছেন অ্যালেক্স।

পুলিশকর্মী হয়ে কিনা খোলামেলা পোশাক পরবেন! পুলিশকর্মী হিসাবে দায়িত্ব পালনের পাশাপাশি নিজের মতো করে ব্যক্তিগত জীবনযাপনে স্বচ্ছন্দ অ্যালেক্স।

বিকিনির প্রতি অ্যালেক্সের শখ রয়েছে। তাই পুলিশের উর্দির পাশাপাশি তাঁর পরনে দেখা যায় বিকিনিও। পুলিশকর্মীর এই ‘খুল্লমখুল্লা’ অবতারেই কাবু তাঁর ভক্তরা।

‘টিকটক’-এ বেশ জনপ্রিয় অ্যালেক্স। এই সমাজমাধ্যমে তাঁর অনুরাগীর সংখ্যা ৭ লক্ষেরও বেশি।

ছিপছিপে চেহারা অ্যালেক্সের। বিকিনি পরিহিতা অ্যালেক্সকে দেখে চেনাই যায় না যে, তিনি পেশায় পুলিশকর্মী।

বিকিনিতে বেশ স্বচ্ছন্দ অ্যালেক্স। কাজের বাইরে বাড়িতে বিকিনি পরেই একান্তে সময় কাটান তিনি। তার নিদর্শন পাওয়া গিয়েছে টিকটকে।

বিকিনি পরিহিতা অ্যালেক্সকে দেখেই মজেছেন তাঁর অগণিত ভক্তরা। টিকটকে তাঁর বিকিনি পরা অবতার দেখেই বহু ভক্তই নানা কমেন্ট করেন। অনেকে প্রেম নিবেদনও করেন।

টিকটকে বিকিনি পরে উষ্ণতা ছড়ান অ্যালেক্স। যা দেখে বুঁদ হয়ে থাকেন তাঁর অনুরাগীরা। এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে অ্যালেক্স নিজে মুখেই জানিয়েছেন যে, তাঁর অনুরাগীরা সকলেই ‘ব্যাড বয়’।

এই ‘ব্যাড বয়’ বা ‘দুষ্টু’ ছেলেদের নজর এড়াতে চান না অ্যালেক্সও। মানে তাঁর প্রতি এই ‘দুষ্টু’ ছেলেদের আকর্ষণ অ্যালেক্সও যে বেশ উপভোগ করেন, তা তাঁর ভিডিয়ো, ছবি দেখলেই আভাস পাওয়া যায়। প্রকৃত পক্ষে, অনেক অপরাধীও যে তাঁর রূপের প্রেমে পড়েছেন, তাও জানিয়েছন তিনি।

অ্যালেক্সের অনুরাগীরা তো তাঁর সঙ্গে এক বার দেখা করতে মরিয়া। কেউ কেউ বলেছেন, ‘‘ওঁর কাছে যাওয়ার জন্য অপরাধ করতেও রাজি।’’

আবার কেউ লিখেছেন যে, অ্যালেক্স যেন তাঁকে হাতকড়া পরান। এক জন তো আবার অ্যালেক্সের ছবি এবং ভিডিয়োর কমেন্টে লিখেছেন, ‘‘আমি দুষ্টু ছেলে।’’

অ্যালেক্সার অপর এক অনুরাগী লিখেছেন, ‘‘ম্যাডাম, আমি এক জন অপরাধী। আমায় গ্রেফতার করতে পারেন।’’

তবে শুধু বিকিনি পরিহিতা অ্যালেক্সকে দেখেই তাঁর অনুরাগীরা পাগল নন। পুলিশের উর্দিও যখন পরেন অ্যালেক্স, তখনও তাঁকে দেখে মোহিত হয়ে যান ওই ‘দুষ্টু ছেলেরা’।

 

Leave A Reply

Your email address will not be published.