‘বুলবুল’, ‘কলা’, ‘লায়লা মজনু’র মতো ছবিতে কাজ করে অভিনেত্রী হিসাবে নিজেকে প্রমাণ করেছিলেন তৃপ্তি ডিমরি। তবে তাঁকে রাতারাতি খ্যাতি এনে দেয় ‘অ্যানিম্যাল’। যদিও এই ছবির জন্যই কটাক্ষের শিকারও হতে হয়েছে তাঁকে। প্রশ্ন ওঠে, ‘অ্যানিম্যাল’-এর মতো ‘নারীবিদ্বেষী’ ছবিতে কী ভাবে কাজ করলেন তৃপ্তি?
সন্দীপ রেড্ডি বঙ্গা পরিচালিত ছবিকে ঘিরে নানা সমালোচনা হয়েছিল। ছবিতে মহিলাদের অসম্মানিত করা হয়েছিল বলেও অভিযোগ ওঠে। বিশেষ করে তৃপ্তি অভিনীত চরিত্রকে নায়ক অর্থাৎ রণবীর কপূর জুতো পর্যন্ত চাটতে বলেছিলেন। তাই সরাসরি তৃপ্তির দিকেই আঙুল উঠেছিল। সেই বিষয়ে এ বার মুখ খুললেন অভিনেত্রী। তৃপ্তির দাবি, ‘অ্যানিম্যাল’ ছবিটি মোটেও নারীবাদ-বিরোধী নয়।
তৃপ্তির কথায়, “আমি এই ছবিকে মোটেই নারীবাদ-বিরোধী ছবি হিসাবে দেখিই না। কোনও ছবিকেই আমি এই ধরনের তকমা দিই না। ছবিতে চরিত্রগুলির সঙ্গে আমার একটা যোগাযোগ তৈরি হয়ে গিয়েছিল। পরিচালকের উপর বিশ্বাস ছিল আমার। মনে হয়েছিল, আমার এই কাজটা করা উচিত।”
অভিনেত্রী বলেন, “যখন সন্দীপ স্যরের সঙ্গে দেখা হয়, তখন কিন্তু ছবিটা নিয়ে বিশদে তিনি বলেননি আমাকে। আমার চরিত্রটি আমাকে বুঝিয়ে বলেছিলেন। তখন মনে হয়েছিল, এত দিন আমি শুধু নিপাট ভাল মানুষের চরিত্রেই অভিনয় করেছি। অবশেষে নতুন কিছু করার সুযোগ এসেছে।”
এই চরিত্রের জন্য চোখে মুখে সারল্য চেয়েছিলেন সন্দীপ রেড্ডি বঙ্গা। যার মনের ভিতরে লুকিয়ে রয়েছে প্রতিশোধস্পৃহা। তৃপ্তির কথায়, “চরিত্রটি বেশ কঠিন ছিল। তাই আমি রাজি হয়ে যাই।”