The news is by your side.

অসৎ ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে : অর্থমন্ত্রী

0 88

 

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, বাড়তি রাজস্ব আদায়ে আইনের প্রতি শ্রদ্ধাশীল সৎ ব্যবসায়ীদের প্রণোদনা দেওয়া দিতে হবে। পাশাপাশি অসৎ ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

আন্তর্জাতিক কাস্টমস দিবস-২০২৪ উপলক্ষ্যে শুক্রবার সকালে আগারগাঁওয়ে রাজস্ব ভবনে আয়োজিত অনুষ্ঠানে অর্থমন্ত্রী এসব কথা বলেন।

অর্থমন্ত্রী রাজস্ব বোর্ড দেশের অর্থনৈতিক অগ্রগতির মূল চালিকাশক্তি হিসেবে কাজ করছে উল্লেখ করে বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি আজ সারাবিশ্বের কাছে স্বীকৃত।অর্থনৈতিক সব সূচকে বাংলাদেশের দুর্বার অগ্রগতি সাধিত হলেও এখনো আমাদের কর জিডিপি রেশিও সন্তোষজনক নয়। আমি আশা করি, জাতীয় রাজস্ব বোর্ড কর জিডিপির অনুপাত বাড়াতে সচেষ্ট হবে।

তিনি বলেন, কাস্টমের অন্যতম প্রধান কাজ বাণিজ্য সহজীকরণ। প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশের ধারাবাহিকতায় কাস্টমস সত্যিকার অর্থেই স্মার্ট হয়ে গড়ে উঠবে।

অর্থমন্ত্রী আমদানি ও রপ্তানির ব্যয় কমিয়ে আনার আহ্বান জানিয়ে বলেন, পূর্ণাঙ্গ অটোমেশনে নজর দিতে হবে।

অর্থপাচার প্রতিরোধ করা কাস্টমসের অন্যতম দায়িত্ব- একথা স্মরণ করিয়ে দিয়ে নতুন এ অর্থমন্ত্রী বলেন, এই দায়িত্ব পালনে কাস্টমসের সক্ষমতা বাড়ানো খুবই জরুরি। আশা করছি, কাস্টমস এ দিকটিতে বিশেষভাবে নজর দেবে।

Leave A Reply

Your email address will not be published.