The news is by your side.

অসুস্থ শাহরুখ খানকে দেখতে হাসপাতালে ভক্তদের বিশাল ভিড়

0 113

 

তিনি বলিউড বাদশাহ। যেখানেই যান, হাজারো মানুষের ভিড় জমে যায়। ছলচাতুরী করে কোনোভাবে সাধারণ মানুষকে এড়িয়ে গেলেও পাপারাৎসিদের চোখ ফাঁকি দেওয়া তাঁর পক্ষেও কঠিন। কারণ পাপারাৎসিরা রীতিমতো ইগলের চোখ রাখেন বলিউড বাদশাহর দিকে।

সম্প্রতি মুম্বাইয়ের একটি হাসপাতালে যেতে দেখা গেছে শাহরুখ খানকে। ১৬ জানুয়ারি তাঁর অ্যাপয়েন্টমেন্ট দেখে সুপারস্টারকে একঝলক দেখার আশায় ফটোগ্রাফার এবং ভক্তদের বিশাল ভিড় বাইরে জড়ো হয়েছিল। শাহরুখ খানকে একটি হুডি পরে এবং একটি ছাতার নিচে নিজেকে ঢেকে হাসপাতাল থেকে বের হতে দেখা যায়।

তবুও উপচে পড়া ভিড় কিং খানের সামনে চলে আসায়, এক প্রকার তিনি রেগে গিয়েই একজনের হাত ঠেলে সরিয়ে দেন। শাহরুখের এই রূপ খুব একটা দেখা যায় না যদিও। সামাজিক মাধ্যমে সেই ভিডিও এখন ভাইরাল। সঙ্গে এই প্রশ্নও উঠছে, শাহরুখ কি তবে অসুস্থ? হঠাৎ এত আড়ালে লুকোচুরি করে হাসপাতালে কেন বলিউড বাদশাহ? কী হয়েছে তাঁর?

যদিও এসব প্রশ্নের উত্তর এখনো পাওয়া যায়নি।

এ প্রসঙ্গে শাহরুখ কিংবা তাঁর ম্যানেজারের পক্ষ থেকেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

২০২৩ সাল সাফল্যে ভরপুর ছিল কিং খানের। বছরের শুরুতে পাঠান থেকে শুরু করে জওয়ান বা ডানকির মতো সিনেমা মন কেড়েছে দর্শকদের। এক বছরে ২৫০০ কোটির বেশি আয় করে রেকর্ড গড়েছেন তিনি। ২০২৪ সালেও অভিনেতা বেশ কিছু ধামাকা নিয়ে আসতে চলেছেন, সে কথা বলাই বাহুল্য।

এ বছর তাঁকে প্রথমেই দেখা যাবে তাঁর মেয়ে সুহানা খানের সঙ্গে একটি চলচ্চিত্রে, যেটি পরিচালনা করছেন সুজয় ঘোষ। এতে একটি ক্যামিও চরিত্রে থাকছেন শাহরুখ খান। শোনা যাচ্ছে, সঞ্জয় লীলা বানসালির সঙ্গেও একটি সিনেমার বিষয়ে কথা চলছে তাঁর। বলিউড বাদশাহর আগামী প্রকল্পের ঘোষণার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন অনুরাগীরা।

Leave A Reply

Your email address will not be published.