The news is by your side.

অশ্রুসিক্ত চোখে গাজায় নৃশংসতার প্রতিবাদ মার্কিন পপ তারকা ম্যাডোনার

0 113

 

ফিলিস্তিনির গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা থামছেই না। ইসরাইলি বর্বরতায় প্রতিদিনই প্রাণ হারাচ্ছেন শিশু ও নারীসহ বহু মানুষ। যুদ্ধে উভয় পক্ষের নিহতের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে ফিলিস্তিনি নিহত হয়েছেন ৪ হাজার ১৩৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৩ হাজারের বেশি মানুষ। অন্যদিকে ইসরায়েলি নিহত হয়েছেন ১ হাজার ৪০০ জনের বেশি। আহত হয়েছেন ৪ হাজার ৬২৯ জন।

দ্রুত এই সংঘাত শেষ হওয়ার কোন আশঙ্কা নেই কারণ এ যুদ্ধের পক্ষে-বিপক্ষে দুই ভাগে বিভক্ত বিশ্ব। কেউ কেউ প্রকাশ্যে সহমর্মিতা প্রকাশ করে সমর্থন করছেন ইসরায়েলকে। কেউ কেউ সমর্থন জানাচ্ছেন ফিলিস্তিনিদের।

এবার ইসরায়েল-ফিলিস্তিনি চলমান সংকটের বিষয়ে প্রতিক্রিয়া জানালেন আমেরিকান পপ তারকা ম্যাডোনা। দীর্ঘদিনের অসুস্থতা কাটিয়ে সম্প্রতি মঞ্চে ফিরেছেন এই গায়িকা।

দীর্ঘদিনের অসুস্থতা কাটিয়ে সম্প্রতি মঞ্চে ফিরেছেন এ গায়িকা। আর ফিরেই লন্ডনের এরিনায় সেলিব্রেশন ট্যুরের কনসার্ট শুরু করেন গায়িকা। নতুন উদ্যমে মাতিয়েছেন দর্শক-শ্রোতা। আর কনসার্ট চলাকালীন বর্তমান ইসরাইল-হামাস যুদ্ধ নিয়েও কথা বলেছেন তিনি। ইসরাইল-হামাস সংঘাতকে ধ্বংসাত্মক উল্লেখ করে ক্ষতিগ্রস্ত নিরীহ জীবনের প্রতি মমত্ববোধ ও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এই পপকুইন।

মঞ্চে ম্যাডোনা জানান, ‘ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে এখন যা ঘটছে তা হৃদয়বিদারক। এ সময় কণ্ঠ ভারী হয়ে আসে গায়িকার। তিনি আরও  বলেন, “আমি সোশ্যাল মিডিয়ায় আসলে আমার খুব খারাপ লাগে।

আমি দেখছি শিশুদের অপহরণ করা হচ্ছে, মোটরসাইকেল থেকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। নিরাপরাধ শিশুদের গুলি করে হত্যা করা হচ্ছে। মানুষ কিভাবে একে অপরের প্রতি এত নিষ্ঠুর হতে পারে? এটা আমি ভয় পাই।”

ম্যাডোনা এটিকে ঘৃণামূলক অপরাধ হিসাবে চিহ্নিত করেন। এমন অন্ধকারের মধ্যেও তিনি মানুষকে তাদের মানবতা ধরে রাখার আহ্বান জানান।

মানবতার কাজে আহ্বান করে ম্যাডোনা তার ভক্তদের উৎসাহিত করে বলেন, “আমরা সবাই মোমবাতি; আমরা পৃথিবীতে আলো আনতে পারি। আমরা যদি যথেষ্ট আলো জ্বালাই, উদারতা এবং ঐক্যের সম্মিলিত চেতনা বদলে যাবে। কোনো রাজনীতিবিদ, কোনো আইন, কোনো নিষেধাজ্ঞা, কোনো ভূমি দেওয়া বা নেওয়া নিয়ে সংঘাত বাধবে না। আমরা আমাদের চেতনা দিয়ে পৃথিবীকে পরিবর্তন করতে পারি।”

এর আগেও যুদ্ধ নিয়ে ম্যাডোনা তার অসন্তোষের কথা টুইটারে জানিয়েছিলেন। তিনি মনে করেন যুদ্ধ করে কোনো সমস্যার সমাধান সম্ভব নয়। এটা দুঃখজনক যে, মানবসভ্যতা সেই কথাটা বোঝেন না।

Leave A Reply

Your email address will not be published.