The news is by your side.

অশ্রুসিক্ত আমির খানকে মেয়ের বিয়েতে সামলালেন সাবেক স্ত্রী

0 108

‘নায়ক’, ‘সুপারস্টার’, ‘মিস্টার পারফেকশনিস্ট’, ‘লাভার বয়’ কিংবা ‘চকলেট হিরো’—তাঁর বেলায় নানা উপমা ব্যবহৃত হয়। ‘গজনি’ ছবির সাময়িক স্মৃতিভ্রষ্ট ধনকুবের, ‘থ্রি ইডিয়টস’-এর ফুংসুক ওয়াংড়ু, ‘ধুম থ্রি’ ছবির দ্বৈত চরিত্র, ‘পিকে’ ছবির ভিনগ্রহের এলিয়েন, ‘দঙ্গল’-এর কুস্তিগির বাবা, ‘সিক্রেট সুপারস্টার’-এর ডিস্কো ফাইটার ও ‘থাগস অব হিন্দুস্তান’-এর ঠগি আমির দর্শকের সামনে এসেছেন বহু রূপে বহুরূপী হয়ে। দিন শেষে বলিউড সুপারস্টার আমির খান একজন বাবা। তিন সন্তানের বাবা। সদ্য শ্বশুর হয়েছেন। আর একমাত্র মেয়ের বিয়েতে এই সুপারস্টার আমিরও হয়েছেন অশ্রুসিক্ত।
অবশ্য অভিনেতা আমির খান বরাবর আবেগপ্রবণ মানুষ। এমনও শোনা যায়, সিনেমা দেখেও তিনি প্রায়ই কান্নাকাটি করেন। মেয়ের বিয়ের ঠিক আগেই তিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন, মেয়ের বিয়ের দিন হয়তো কেঁদে ফেলবেন। মজা করে এ-ও বলেছিলেন যে পরিবারের কে তাঁকে সামলাবেন, তা নিয়ে নাকি আলোচনাও হয়েছে। বিয়ের দিন অবশ্য দেখা গেল ইরার মা রিনাই আমিরের পাশে বসে সামাল দিলেন।

৩ জানুয়ারি আমির খানের মেয়ে ইরা ও তাঁর দীর্ঘদিনের প্রেমিক নূপুর শিখর আইনিভাবে বিয়ে করেছিলেন। বুধবার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করলেন তাঁরা।

অনুষ্ঠানে সাদা গাউন পরেছিলেন ইরা। তাঁর এই সাজ দারুণ পছন্দ করেছেন নেটিজনরা। সাদাপোশাকে বিয়ের রাতকে আরও স্নিগ্ধ করে তুলেছিলেন ইরা। আর পাত্র নূপুরের পরনে ছিল ধূসর রঙের স্যুট আর প্যান্ট। ৬ থেকে ১০ জানুয়ারি রাজস্থানের উদয়পুরের বিলাসবহুল তাজ আরাবল্লি রিসোর্টে আমির-কন্যা ইরার বিয়ের আসর বসেছিল। সংগীত, মেহেদি—সব মিলিয়ে বিয়ের আসর ছিল জমজমাট। শেষ দিনের সন্ধ্যায় মেয়ে-জামাইকে আংটি বদল করতে দেখে নিজেকে আর ধরে রাখতে পারলেন না আমির খান। চোখের জল মুছতে রুমাল বার করলেন অভিনেতা। ইরার বিয়ের বেশ কিছু ভিডিও ভাইরাল সামাজিক যোগাযোগমাধ্যমে। সেখানেই দেখা যায়, মেয়ে-জামাইকে দেখে রুমাল দিয়ে চোখ মুছছেন আমির। পাশে সামাল দিচ্ছেন তাঁর সাবেক স্ত্রী রিনা।

Leave A Reply

Your email address will not be published.