The news is by your side.

অল্পের জন্য দুর্ঘটনা থেকে বাঁচলেন মেসি

0 127

 

ফ্রান্সের ক্লাব পিএসজি ছেড়ে সম্প্রতি যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দিয়েছেন লিওনেল মেসি। ফ্লোরিডায় সবেমাত্র থাকতে শুরু করেছেন ,এখনো যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিতে তাঁর বরণ অনুষ্ঠান হয়নি। আগামীকাল সমর্থকদের সঙ্গে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ককে পরিচয় করিয়ে দেবে ক্লাবটি। এর আগেই বড় এক দুর্ঘটনায় পড়তে বসেছিলেন মেসি।

শনিবার ভোরে ফ্লোরিডার রাস্তায় তাঁর গাড়ি ট্রাফিক সংকেত বুঝতে পারেনি। লাল বাতি জ্বলে ওঠার পরও না থেমে এগিয়ে গিয়েছিল সামনে। সামনের রাস্তা দিয়ে বেশ কয়েকটি গাড়ি আসছিল। ভাগ্য ভালো যে সামনের রাস্তা দিয়ে চলতে থাকা গাড়িগুলো ব্যাপারটি বুঝতে পেরেছে। সেই গাড়িগুলো গতি কমিয়ে দেওয়ায় বড় দুর্ঘটনা থেকে বেঁচে যান মেসি। তা না হলে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটতে পারতো।

গাড়িটি ফ্লোরিডার রাজ্য পুলিশ ধরে ফেলে।

আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টিওয়াইসি মেসির দুর্ঘটনা থেকে বাঁচার একটি ভিডিও দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে। অবশ্য গাড়ি মেসি চালাচ্ছিলেন নাকি অন্য কেউ তা নিশ্চিত করা হয়নি।

গত বুধবার মিয়ামিতে পৌঁছেছেন মেসি। এরপর ফ্লোরিডার ফোর্ট লডারডেলের এক সুপার মার্কেটে কেনাকাটা করতে দেখা যায় আর্জেন্টাইন এই তারকাকে। পরিবার নিয়েই তিনি কেনাকাটা করতে যান। ভক্তদের সঙ্গে ছবিও তোলেন আর্জেন্টিনার বিশ্বজয়ী এই ফুটবলার।

Leave A Reply

Your email address will not be published.