The news is by your side.

অর্ধাঙ্গিনী, র ট্রেলার, নিজ চরিত্রে মুন্সিয়ানা জয়া আহসানের

0 114

‘অর্ধাঙ্গিনী’। নাম শুনে আঁচ করা যায়, এটি সংসার-দাম্পত্যের গল্প। তবে এটা অর্ধেক সত্য। কারণ গল্পটার মূল কেন্দ্র অন্য একটি সম্পর্ককে ঘিরে। যে সম্পর্কের সমীকরণ আদতে অস্পষ্ট। কিন্তু নির্মাণে যখন কৌশিক গাঙ্গুলির মতো কিংবদন্তি, অভিনয়ে যখন জয়া আহসান, কৌশিক সেন আর চূর্ণী গাঙ্গুলিরা, তখন ছবিটার বিশেষত্ব এমনিতেই গাঢ় হয়ে যায়।

শুক্রবার দুপুরে প্রকাশ করা হয়েছে ‘অর্ধাঙ্গিনী’ ছবির ট্রেলার। ৩ মিনিট ৫ সেকেন্ডের এই ঝলকে নিজ নিজ চরিত্রে মুন্সিয়ানা দেখাতে কার্পণ্য করেননি কেউই। আর নির্মাতা হিসেবে গল্পের প্লট কিংবা সংলাপের মুগ্ধতা বরাবরের মতোই ধরে রেখেছেন কৌশিক গাঙ্গুলি। এছাড়া ছবির গানগুলো আলাদাভাবে দর্শকের হৃদয়ের দুয়ারে কড়া নাড়ছে।

ছবির গল্পে দেখা যাবে, একজন ব্যক্তি (কৌশিক) প্রথম স্ত্রীর (চূর্ণী) সঙ্গে দীর্ঘ দিন সংসার করার পর বিচ্ছেদ করে ফেলেন। এরপর বিয়ে করেন আরেক নারীকে (জয়া)। হঠাৎ এক দুর্ঘটনায় কোমায় চলে যান সেই ব্যক্তি। এমন এক জটিল পরিস্থিতি তৈরি হয় যে, বর্তমান স্ত্রী (জয়া) ছুটে যান তার আগের স্ত্রীর (চূর্ণী) কাছে। এরপর বর্তমান ও প্রাক্তনের মধ্যে এক অন্যরকম রসায়নের অবতারণা হয়।

কৌশিক গাঙ্গুলির নির্মাণে এটি জয়া আহসানের তৃতীয় ছবি। এর আগে তারা ‘বিজয়া’ ও ‘বিসর্জন’র মতো ছবি উপহার দিয়েছেন। দুটি ছবির জন্যই ভারতের ফিল্মফেয়ার জিতেছিলেন জয়া।

‘অর্ধাঙ্গিনী’তে আরও অভিনয় করেছেন অম্বরিশ ভট্টাচার্য, লিলি চক্রবর্তী প্রমুখ। ছবিটি প্রযোজনা করেছে সুরিন্দর ফিল্মস। আগামী ২ জুন এটি পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

 

Leave A Reply

Your email address will not be published.