The news is by your side.

অর্থসংস্থান না থাকায় ভোটে থাকছে না সিসি ক্যামেরা : ইসি রাশেদা

0 145

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিসিটিভি ক্যামেরা থাকছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা।

শনিবার দুপুরে নীলফামারী জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রার্থী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ তথ্য জানান।

ইসি রাশেদা বলেন, অর্থসংস্থান না থাকায় এবারের নির্বাচনে সিসি ক্যামেরা থাকছে না। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সুন্দর রাখতে সাংবাদিকরাই আমাদের সিসিটিভি ক্যামেরা হিসেবে কাজ করবেন।

নির্বাচন সংশ্লিষ্টদের উদ্দেশে তিনি বলেন, কোনোরকম প্রশ্নবিদ্ধ ভোট যেন না হয়। নির্বাচন কমিশন চায়, অবাধ-নিরপেক্ষ, সুষ্ঠ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন।

তিনি আরও বলেন, নির্বাচনের দিন সব পর্যায়ে নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে। ভোটারদের ভোট প্রদানে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে বাধা দিলে কিংবা নিরুৎসাহিত করলে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে। এ বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে।

এ সময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফর, অতিরিক্ত ডিআইজি এস এম রশিদুল হক, রংপুর বিভাগীয় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আজিজুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, পুলিশ সুপার গোলাম সবুরসহ নির্বাচন সংশ্লিষ্ট কাজে নিয়োজিত কর্মকর্তা ও প্রার্থীরা উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.