ইউক্রেনে যুদ্ধের অবসান ঘটানোকেই অর্থনৈতিক পুনরুদ্ধারের সর্বোত্তম উপায় বলে মন্তব্য করেছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস।
মঙ্গলবার ইন্দোনেশিয়ার বালিতে জি-২০ সম্মেলনে খাদ্য ও জ্বালানি নিরাপত্তা বিষয়ক অধিবেশনে দেওয়া ভাষণে এমন মন্তব্য করেন তিনি।
জার্মান চ্যান্সেলর বলেন, ‘আমি আবারও খুব স্পষ্ট করে বলতে চাই যে, বিশ্ব অর্থনীতি পুনরুদ্ধারের সবচেয়ে কার্যকর উপায় হলো ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধের অবসান ঘটানো।’
ইউক্রেন যুদ্ধ নিয়ে উদ্বেগের কথা জানান জার্মান চ্যান্সেলর। তিনি বলেন, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ গ্রহণযোগ্য নয় এবং পারমাণবিক অস্ত্র ব্যবহার করা উচিত নয়। বালিতে জি-২০ সম্মেলনে অংশ নেওয়া দেশগুলোর এ ব্যাপারে ঐকমত্যে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, ‘এই ঐকমত্যের বিষয়টি এখানে ভিত্তি লাভ করছে।’
সম্মেলনে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে কথোপকথন সম্পর্কে জানতে চাইলে ওলাফ শলৎস বলেন, ‘তিনি আমার কাছে দাঁড়িয়ে কয়েকটি বাক্য বলেছিলেন, এটাই ছিল কথোপকথন।’
যুদ্ধ বন্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলবেন বলেও জানান জার্মান চ্যান্সেলর।