The news is by your side.

‘অরণ্যের প্রাচীন প্রবাদ’ছবিতে নার্স চরিত্রে  মিথিলা

0 103

 

অভিনেত্রী রাফিয়াত রশীদ মিথিলা। ওপার বাংলা ‘মায়া’ সিনেমা দিয়ে অভিষেক হয় তার। এর মধ্যে তার দ্বিতীয় ছবি ‘ও অভাগী’ মুক্তি পেয়েছে। এবার মিথিলা নিয়ে আসছেন ‘অরণ্যের প্রাচীন প্রবাদ’। ইতোমধ্যে ছবির টিজার মুক্তি পেয়েছে। ছবিটি পরিচালনা করেছেন দুলাল দে। আগামী জুলাই মাসে সিনেমাটি মুক্তি পাবে।

সিনেমাটির গল্প এগিয়েছে গোয়েন্দা অরণ্য চ্যাটার্জির কর্মকাণ্ড ঘিরে। এই গোয়েন্দা চরিত্রে আছেন জিতু কমল। সিনেমাটিতে জিতুর বিপরীতে আছেন মিথিলা। প্রথমবারের মতো জিতুর সঙ্গে মিথিলার জুটি।

অরণ্যের প্রাচীন প্রবাদ’ ছবিতে নার্সের চরিত্রে মিথিলাকে দেখা যাবে। মিথিলাকে নেওয়ার কারণ জানিয়ে পরিচালক দুলাল দে বলেন, মিথিলা ছাড়া আর কারও মধ্যেই তিনি এই চরিত্র খুঁজে পাননি। তাই চরিত্রটি নিয়ে অন্য কাউকে প্রস্তাবও দেননি।

অভিনেতা জিতু কমল বলেন, বিনোদন দুনিয়ায় না এলে বোঝা যেত না। তিনি যা যা হতে চাইতেন, এই সিনেমাতে সেসব ভূমিকায় অভিনয় করেছেন তিনি। জিতু বলেন, ‘ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখতাম। খেলতেও পারি। আবার সুস্থ রাজনীতিও পছন্দ করি। অভিনেতা না হলে এ দুটোর কোনো একটা অবশ্যই হতাম। এখন দেখছি, অভিনেতা হওয়ারও অনেক সুবিধা আছে। যে স্বপ্ন পূরণ হচ্ছে না, সেসব অভিনয়ের মাধ্যমে কিছুটা হলেও মিটিয়ে নিতে পারছি।’

তিনি বলেন, এই প্রথম কোনো গোয়েন্দা, একই সঙ্গে খেলোয়াড় আবার চিকিৎসাশাস্ত্রের সঙ্গেও জড়িত। বিষয়টি খুবই অভিনব লেগেছিল তার। তাই নতুন পরিচালক হলেও তিনি দুলালের সিনেমা করতে রাজি হয়ে যান। এ সিনেমায় আরও যারা অভিনয় করেছেন, তাদের মধ্যে শিলাজিৎ মজুমদার, সুহোত্র মুখোপাধ্যায়, আলোক স্যান্যাল, অনন্যা বন্দ্যোপাধ্যায় ও লোকনাথ দে প্রমুখ।

 

 

Leave A Reply

Your email address will not be published.