The news is by your side.

অমিতাভ বচ্চন অসুস্থ, লিভার ট্রান্সপ্ল্যান্ট করা হতে পারে

0 718

 

 

 

অমিতাভ বচ্চন কি অসুস্থ, হাসপাতালে ভর্তি? বৃহস্পতিবার থেকে এই গুঞ্জনে তোলপাড় সোশ্যাল মিডিয়া। কেউ বলছেন তথ্য সঠিক নয়। আবার কারও কারও দাবি, লিভারের গুরুতর সমস্যার জন্য মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাঁকে।
বিভিন্ন সংবাদমাধ্যমেও এই নিয়ে বিভ্রান্তি দেখা গিয়েছে। এক প্রথমসারির জাতীয় দৈনিক বৃহস্পতিবার দাবি করে, গত তিনদিন ধরে হাসপাতালে রয়েছেন তিনি। সমস্যা এতটাই গুরুতর যে, তাঁর লিভার ট্রান্সপ্ল্যান্ট পর্যন্ত করা হতে পারে। ওই পত্রিকার আরও দাবি, মঙ্গলবার রাত্রি ২টো নাগাদ হঠাৎই শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে তড়িঘড়ি নানাবতীতে নিয়ে যাওয়া হয়। আলাদা কেবিনে,বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে। পরিবারের লোকজন ছাড়া আর কাউকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না সেখানে।
আবার অন্য এক সংবাদমাধ্যম দাবি করেছে, মোটেই ‘গুরুতর’ অসুস্থ নন অভিনেতা।রুটিন চেক-আপের জন্যই বৃহস্পতিবার নানাবতী গিয়েছিলেন তিনি, যেমনটা গিয়ে থাকেন।
এদিকে আবার বৃহস্পতিবার টুইটারে করবা চৌথ উপলক্ষে স্ত্রী জয়া বচ্চনের একটি ‘থ্রো-ব্যাক’ ছবি পোস্ট করেছেন অমিতাভ। ক্যাপশনে লিখেছেন, ‘দ্য বেটার হাফ’।

 

Leave A Reply

Your email address will not be published.