The news is by your side.

অমিতাভের নাতি অগস্ত্যর সঙ্গে নতুন সম্পর্কে শাহরুখকন্যা সুহানা

0 176

বলিউড টিনসেলে সম্পর্ক ভাঙা-গড়ার খেলা নতুন কিছু নয়। কখন জুড়ে আবার কখন ভেঙে যায়— বলা দায়।

শোনা যাচ্ছে শাহরুখকন্যা সুহানা। অমিতাভের নাতি অগস্ত্যর সঙ্গে সম্পর্কের নতুন সমীকরণ কি তবে ডালপালা মেলছে?

প্রশ্নটা উঠে কাপুর পরিবারের বড়দিন উপলক্ষে মধ্যাহ্নভোজের আয়োজনে। প্রতি বছরের ন্যায় এবারও মিলিত হয় কাপুর খানদান। একে একে আয়োজনে জড়ো হন রণবীর কাপুর, আলিয়া ভাট, নীতু কাপুর, রণধীর কাপুর, কারিশমা কাপুর। শুধু ছিলেন না কারিনা। কাপুর পরিবারের আয়োজনে নতুন সদস্য হিসেবে দেখা মিলল সুহানা খানের।

এদিন মধ্যাহ্নভোজে শ্বেতা বচ্চন দুই সন্তানকে নিয়ে হাজির হয়েছিলেন। নভ্যা নভেলি নন্দা এবং অগস্ত্য নন্দা। তারা যে আসবেন তা তো প্রত্যাশিত। কিন্তু শ্বেতার গাড়ি থেকেই নামতে দেখা গেল শাহরুখ খানের কন্যা সুহানা খানকে।

দুইয়ে দুইয়ে চার মেলাচ্ছেন অনেকেই। তবে কি সুহানা-অগস্ত্য নতুন কোনো সমীকরণের ইঙ্গিত দিচ্ছে? যদিও এ ব্যাপারে কিছুই জানা যায়নি। আপাতত যতটুকু সত্য তা হলো, অগস্ত্যর প্রথম ছবি ‘দ্য আর্চিস’-এর সহ-অভিনেত্রী সুহানা। সম্পর্কটা কি শুধু সহ-অভিনয়েই সীমাবদ্ধ নাকি জল আরও অনেকদূর গড়িয়েছে ?

Leave A Reply

Your email address will not be published.