বিনোদন ডেস্ক
লকডাউন উপেক্ষা করেও শুটিং করেছেন নিরব-মিথিলা। গত বছর আগস্টে ছবির পুরো কাজ শেষ করেও টিম ‘অমানুষ’ সিদ্ধান্তহীনতায় ভুগেছে- মুক্তির বিষয়ে। প্রেক্ষাগৃহে দর্শকহীনতাই এর মূল কারণ। জানালেন নির্মাতা অনন্য মামুন।
কয়েক-দফা মুক্তির সিদ্ধান্ত পিছিয়ে অবশেষে চূড়ান্ত হলো। ১৭ জুন ছবিটি মুক্তি পাচ্ছে বাংলাদেশের প্রেক্ষাগৃহে। এরমধ্যে যুক্ত হতে পারে বিদেশের মাল্টিপ্লেক্সও।
নিরব বলেন, ‘এটা মাল্টিস্টার কাস্টিং ছবি। তাছাড়া গত ঈদ থেকে প্রেক্ষাগৃহে দর্শক ফেরা শুরু করেছে। এটা আমাদের জন্য বড় স্বস্তি। সবমিলিয়ে ১৭ জুন আমরা ছবিটি মুক্তি দিচ্ছি। এটি চূড়ান্ত।’
আরও বলেন, ‘সিনেমার প্রায় পুরোটাই ঢাকার বাইরে শুটিং। যার বেশিরভাগই বান্দরবানের গহীন জঙ্গলে। রাত-দিন জঙ্গলেই ঘুমিয়েছি-শুটিং করেছি। গল্প ও লোকেশন বৈচিত্র্যের কারণে দর্শক সিনেমাটি দেখে আরাম পাবে।’
নিরব ও মিথিলা সিনেমায় প্রথম একসঙ্গে কাজ করলেও পর্দার বাইরে তারা দীর্ঘ সময়ের বন্ধু। তারচেয়ে বড় খবর, ‘অমানুষ’ দিয়েই চলচ্চিত্রে অভিষেক হয় মিথিলার। এখন যিনি টলিউডের ব্যস্ত নায়িকা।
‘অমানুষ’ ছবিতে বনদস্যুর চরিত্রে অভিনয় করেছেন নিরব। আর মিথিলাকে দেখা যাবে বিদেশ-ফেরত বাংলাদেশির চরিত্রে। যিনি মূলত বাংলাদেশের সৌন্দর্য নিয়ে একটি তথ্যচিত্র নির্মাণ করতে যান জলে-জঙ্গলে। সেখানে গিয়ে খপ্পরে পড়েন ডাকাত নিরবের। সত্য ঘটনা অবলম্বনে ছবিটি নির্মাণ করেছেন বলে জানান অনন্য মামুন।
‘অমানুষ’ ছবিতে আরও অভিনয় করছেন রাশেদ মামুন অপু, শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর, শাহেদ আলী সুজন, নওশাবা, আনন্দ খালেদ প্রমুখ।