The news is by your side.

অভিনেত্রী শ্রদ্ধা আর্য! মদ্যপ নাকি অন্তঃসত্বা?

0 128

আইটিএ অ্যাওয়ার্ড ২০২২-এর মঞ্চে উপস্থিত ছিলেন অভিনেত্রী শ্রদ্ধা আর্য। সঙ্গে ছিলেন তাঁর স্বামী রাহুল নাগাল। অনুষ্ঠান ছেড়ে যাওয়ার সময় হাঁটতে গিয়ে হঠাৎই বেসামাল হলেন তিনি। ভাগ্যিস তাঁর স্মামী ছিলেন পাশে। ছুটে এসে জড়িয়ে ধরলেন তাঁকে।

নেট পাড়ায় ভাইরাল অভিনেত্রীর এই ভিডিয়ো। অভিনেত্রী কী অসুস্থ? অন্তঃসত্বা? নাকি মদ্যপ?

হালে ওজন বেশ অনেকটাই বেড়েছে অভিনেত্রীর। তা দেখে অনেকেই মনে করছেন তিনি সন্তানসম্ভবা কিনা! এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন অভিনেত্রী। কিন্তু স্বামী রাহুল যেভাবে তাঁকে আগলে রেখেছিলেন অনেকেই মনে করছেন যে অভিনেত্রী মা হতে চলেছেন।

কেউ কেউ বলেছেন অতিরিক্ত মদ্যপানের কারণে শরীরে মেদ জমেছে অভিনেত্রীর। তাহলে কী সত্যিই বেপরোয়া জীবন যাপন করেন তিনি? উস্কে যাচ্ছে জল্প্না। অনেকে আবার মজেছেন অভিনেত্রীর স্বামীর আচরণে। এরকম যত্নশীল, দায়িত্ববান স্বামী সকলেই তো মনে মনে চান!

ছবি হোক বা সিরিয়াল, অভিনেত্রীদের ছিমছাম শরীর দেখতেই পছন্দ করেন অনুরাগীরা। সেখানে পান থেকে চুন খসলেই ধেয়ে আসে মন্তব্য। সম্প্রতি গত বছরের বিশ্ব সুন্দরী খেতাব জয়ী হরনাজ সান্ধু’র সঙ্গেও একই রকমের ঘটনা ঘটেছে।

 

Leave A Reply

Your email address will not be published.