The news is by your side.

অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়ের জীবন নাকি সম্পর্ক নিয়ে টানাপড়েন চলছে ৷

0 129

ওড়িয়া ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করতে গিয়ে তাঁর সঙ্গে সম্পর্কে গড়ে উঠেছিল ওড়িয়া সুপারস্টার সিদ্ধান্ত মহাপাত্রের ৷ ২০০৪ সালে তাঁরা বিবাহ বন্ধনে আবদ্ধ হন ৷ কিন্তু সম্পর্ক খুব বেশিদিন টেকেনি ৷

২০০৭ সালে প্রবাল বসুর সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন রচনা ৷ তাঁদের এক পুত্রসন্তানও রয়েছে ৷

একটা সময় হাতে সেভাবে ছবি ছিল না ৷ সেই সঙ্গে বৈবাহিক সম্পর্কটাও টিকল না ৷ তবে, টেলিভিশন রচনা বন্দ্যোপাধ্যায় আসতেই চূড়ান্ত সফল ৷

ছেলে-সংসার, নিজের কাজ, বন্ধু-বান্ধব সব নিয়ে নিজেকে বেশ গুছিয়ে নিয়েছেন অভিনেত্রী ৷ তবে সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করে কয়েকটি লাইন লিখেছেন ৷ তা নিয়ে জল্পনা চরমে উঠেছে ৷

সেখানে তিনি লিখেছেন,‘‘আমার জীবন পারফেক্ট নয় ৷ কিন্তু আমি আমার যা রয়েছে, তাকে আমি ভালোবাসি ৷’’

আরও একটি পোস্টে লিখেছেন,‘‘দিনের শেষে আমি একজন ভাল নারী ৷ আমি সম্পূর্ণ নিখুঁত নই ৷ কিন্তু আমার উদ্দেশ্য ভাল ৷ আমার হৃদয় স্বচ্ছ এবং আমি আমার যা আছে আমি তাকে ভালোবাসি ৷

আমি যেমন, তেমনই থাকতে চাই ৷’’ অভিনেত্রীর ক্যারিশ্মায় মুগ্ধ সকলে ৷ তাঁকে আদর্শ করে এগিয়েও যাচ্ছেন বাংলার প্রচুর মহিলা ৷ কিন্তু তিনি এমনটা হঠাৎ করে কেন লিখলেন! উঠছে প্রশ্ন ৷

সেই শুরুর সময় থেকে ছোটপর্দার ‘দিদি নম্বর ১’ টলিউডের রচনা বন্দ্যোপাধ্যায়। একটা সময় ওড়িয়ার পাশাপাশি টলিউড ইন্ডাস্ট্রি দাপটের সাথে রাজত্ব করেছেন এই অভিনেত্রী।

 

Leave A Reply

Your email address will not be published.