মৌনি রায় অভিনয়ে ডেবিউ করেছিলেন জনপ্রিয় ডেইলি সোপ ‘কিঁউ কি সাস ভি কভি বহু থি’-র মাধ্যমে। সেই সময় তিনি দেখতে ছিলেন আটপৌরে বঙ্গতনয়ার মতোই। তাঁকে দেখে ঘুণাক্ষরেও বোঝার উপায় ছিল না,
মৌনি কখনও মুম্বইয়ের বিনোদন জগতের অংশ হয়ে উঠতে পারেন। কিন্তু আরব সাগর দিয়ে বয়ে গিয়েছে বহু জল। মৌনির জীবনে একের পর এক সম্পর্ক গড়েছে ও ভেঙে গিয়েছে।
গত বছর বিয়ে করেছেন দুবাই প্রবাসী ব্যাঙ্কার সুরজ নাম্বিয়ার কে। কিন্তু ‘কিঁউ কি সাস ভি কভি বহু থি’-র কৃষ্ণাতুলসীর সাথে মিল নেই আজকের মৌনির। তাঁর ফিগার আটপৌরে নয়, ঈর্ষণীয়। সব ধরনের পোশাকেই সাবলীল তিনি।
প্রকৃতপক্ষে, যথেষ্ট ফিটনেস সচেতন মৌনি। সকালে মৌনির প্রিয় পানীয় হল এক কাপ গ্রিন টি। গ্রিন টি-র অ্যান্টি অক্সিড্যান্ট বাড়িয়ে তোলে মেটাবলিজম। ব্রেকফাস্টে ভারি খাবার খাওয়া পছন্দ করেন মৌনি।
ফলে ব্রেকফাস্টে থাকে মুসলি, ফল অথবা ওটস। কখনও হালকা খাবার খাওয়ার ইচ্ছা হলে মৌনি খান উপমা, পোহা অথবা ইডলি। ব্রেকফাস্ট খাওয়ার পর নিয়মিত ওয়ার্কআউট করেন মৌনি। যোগাসন ছাড়াও পাইলেটস ও ওয়েট ট্রেনিং করেন তিনি। মৌনি একজন ট্রেইনড নৃত্যশিল্পী। ফলে নাচও তাঁর ওয়ার্কআউটের মধ্যেই পড়ে।