দক্ষিণের ছবির পাশাপাশি বলিউডেও নিজের পরিচিতি তৈরি করেছেন তামান্না ভাটিয়া। মাত্র ১৩ বছর বয়স থেকে কাজ করছেন তামান্না ভাটিয়া।
স্কুলের বার্ষিক অনুষ্ঠানে তাঁকে দেখেন এক ব্যক্তি। আর তারপরই প্রথম কাজ পান। সে সময়ে একটা বছর থিয়েটারে অভিনয় ১৫ বছর বয়সে তিনি প্রথম মুখ্য নারী চরিত্রে অভিনয় করার সুযোগ পান।
বিভিন্ন ভাষার ছবিতে অভিনয় করেছেন তামান্না ভাটিয়া। তাঁর অভিনীত ছবিগুলির মধ্যে উল্লেখযোগ্য ‘সিরুথাই’, ‘ভিরম’, ‘ধর্ম দুরাই’, ‘দেবী’, ‘স্কেচ’, ‘হান্ড্রেড পারসেন্ট লভ’, ‘বাহুবলী ১’, ‘বাহুবলী ২’ এবং আরও অনেক। হিন্দিতেও বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন।
‘এন্টারটেনমেন্ট’, ‘হিম্মতওয়ালা’ ও আরও কিছু ছবিতে তাঁকে দেখা গিয়েছে।
হতে পারে তামান্না ভাটিয়ার বয়স কম। কিন্তু এই বয়সের মধ্য়েই একাধিক পুরস্কারে সম্মানিত হয়েছেন তিনি।শুধুই অভিনয় জগতে কেরিয়ার গড়েননি তামান্না। পাশাপাশি মডেলিংয়ের জগতেও সফল তাঁর কেরিয়ার। বহু বিজ্ঞাপনে দেখা যায় তাঁকে।
পশুপাখীদের নিয়েও অনেক কাজ করেন তামান্না ভাটিয়া। পেটার হয়ে কাজ করেন। ওদের প্রতি তাঁর ভালোবাসাও নজর কাড়ে অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে চোখ রাখলে।নারীদের হয়ে গলা ফাটাতে দেখা যায় তামান্নাকে। ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ ক্যাম্পেনে যোগ দিয়েছেন তিনি।নিজের গয়নার ব্যবসাও রয়েছে তামান্না ভাটিয়ার। এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছিলেন যে, ‘ছোট থেকেই গয়নার ডিজাইনের প্রতি আমার আগ্রহ রয়েছে। যেহেতু আমার বাবারও গয়নার ব্যবসা রয়েছে, তাই এই আগ্রহটা আমার মধ্যেও ছোট থেকেই রয়েছে। তবে, আমার গয়নার ব্যবসা অবশ্যই আজকের দিনের মহিলাদের জন্য। যা অনেক বেশি ফ্যাশনেবল।’
তামান্না ভাটিয়ার সম্পর্কে গুঞ্জন খুব বেশি রটেনি। একবার শোনা গিয়েছিল পাক ক্রিকেটার আব্দুল রজ্জাকের সঙ্গে ডেটিং করছেন তিনি। এরপর আর কোনও সম্পর্কের গুঞ্জন রটেনি।
তামান্না ভাটিয়ার বাবা একজন হিরে ব্যবসায়ী। তাই অত্যন্ত ধনী পরিবারের মেয়ে তিনি। অভিনেত্রীকে জন্মদিনের শুভেচ্ছা।
কিছুদিন আগেই একটি সাক্ষাৎকারে তমন্না জানিয়েছেন, তিনি স্মৃতিভ্রম হওয়ার ঘটনাকে ভয় পান। কারণ তিনি যে পেশায় রয়েছেন, সেই পেশায় তাঁকে চিত্রনাট্য মনে রাখতে হয়। ফলে স্মৃতিভ্রম হলে তমন্নার ক্ষেত্রে সমস্যা রয়েছে।
বর্তমানে তমন্না একাধিক দক্ষিণী ফিল্মে অভিনয় করছেন। এই মুহূর্তে মুম্বইয়ে শুটিং চলছে তামান্না অভিনীত তেলেগু ফিল্ম ‘এফ থ্রি’র।