The news is by your side.

অপ্রতিরোধ্য রোনালদো, সহজ জয় পর্তুগালের

0 721

জাতীয় দল পর্তুগালের জার্সিতে টানা তৃতীয় ম্যাচে প্রতিপক্ষের জালের ঠিকানা খুঁজে পেলেন ক্রিস্তিয়ানো রোনালদো সবশেষ তিন ম্যাচে এই নিয়ে ছয় গোল করলেন জুভেন্টাস তারকা তার লক্ষ্যভেদের রাতে উয়েফা ইউরো ২০২০ এর বাছাই পর্বের ম্যাচে অনায়াস জয় পেল পর্তুগালও

ঘরের মাঠে লিসবনে শুক্রবার রাতে ‘বি’ গ্রুপের ম্যাচে লুক্সেমবার্গকে ৩-০ গোলে হারিয়েছে বর্তমান ইউরো চ্যাম্পিয়ন পর্তুগাল। চলতি বাছাইয়ে পাঁচ ম্যাচ খেলে অপরাজিত তারা। প্রথম দুই ম্যাচে ড্রয়ের পর শেষ তিনটিতে টানা জিতেছে দলটি। ১১ পয়েন্ট নিয়ে পর্তুগাল রয়েছে গ্রুপের দুই নম্বরে। এক ম্যাচ বেশি খেলে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ইউক্রেন।

‘বি’ গ্রুপের ম্যাচে শুক্রবার রাতে ঘরের মাঠ লিসবনে লুক্সেমবার্গকে আতিথ্য দেয় পর্তুগাল। শুরুতেই গোল পেয়ে যান স্বাগতিকরা। ম্যাচের ১৬ মিনিটেই জাল খুঁজে নেন তারা। দর্শনীয় গোলে লিড এনে দেন বের্নার্দো সিলভা।

এরপর মুহুর্মুহু আক্রমণে র‌্যাংকিংয়ে পিছিয়ে থাকা দলকে ব্যতিব্যস্ত রাখে পর্তুগাল। তবে প্রথমার্ধে আর গোলমুখ খুলতে পারেনি তারা। বিরতির পর দ্বিতীয়ার্ধে ফিরেও আক্রমণের গতি সচল রাখেন ইউরো চ্যাম্পিয়নরা।

এবার ব্যবধান দ্বিগুণ হয়। ৬৫তম মিনিটে একক নৈপুণ্যে ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। ডি-বক্সের ভেতর থেকে চিপ শটে প্রতিপক্ষের গোলরক্ষকের মাথার উপর দিয়ে বল জালে পাঠান এই ফরোয়ার্ড। ৮৯তম মিনিটে গনসালো গেদেস স্কোরলাইন ৩-০ করেন।

আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা রোনালদোর পর্তুগালের জার্সিতে গোলসংখ্যা বেড়ে হয়েছে ৯৪টি। তিনি ম্যাচ খেলেছেন ১৬১টি। আগের ম্যাচে লিথুয়ানিয়ার বিপক্ষে একাই চার গোল করেছিলেন তিনি। তার আগে সার্বিয়ার বিপক্ষেও গোল পেয়েছিলেন পাঁচবারের ফিফা বর্ষসেরা ফুটবলার।

এবারের বাছাইয়ে শুরুর ২ ম্যাচে পয়েন্ট খোয়ায় পর্তুগাল, করে ড্র। পরের ৩ ম্যাচে টানা তিন জয়ে সেটি পুষিয়ে নিল দলটি। ৫ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে নিজেদের গ্রুপে দ্বিতীয় স্থানে আছে তারা। ১ ম্যাচ বেশি খেলা ইউক্রেন ১৬ পয়েন্ট নিয়ে রয়েছে গ্রুপ শীর্ষে। পরের ম্যাচে তাদের বিপক্ষেই নামবেন রোনাল্ডোরা।

Leave A Reply

Your email address will not be published.