The news is by your side.

অপেক্ষার অবসান,  ফ্লোরে গড়াচ্ছে  সৌরভের বায়োপিক শুটিং

আয়ুষ্মানকেই পছন্দ নির্মাতাদের

0 106

 

বিনোদন ডেস্ক

ভারতীয় ক্রিকেটের জীবন্ত কিংবদন্তি  সৌরভ গঙ্গোপাধ্যায়। বাংলার মহারাজা । অবশ্য পুরো ভারতবর্ষ জুড়ে ‘দাদা’ নামে তার খ্যাতি রয়েছে।

সৌরভের  জীবন এবং ক্রিকেট ক্যারিয়ার নিয়ে  বায়োপিক নির্মাণের  সব প্রস্তুতি শেষ হয়েছে অনেক আগেই।  এবার ফ্লোরে করাচ্ছে শুটিং।

বলিউডের অনেক তারকারই কথা ছিল সৌরভ চরিত্রে অভিনয় করবার। কিন্তু পরিচালক শেষ পর্যন্ত বেছে নিলেন  আয়ুষ্মান খুরানাকে।ইতিমধ্যেই শেষ হয়েছে চিত্রনাট্য লেখার কাজ, শুটিং শুরু-  ডিসেম্বর থেকেই।

রজনীকান্ত-কন্যা, ঐশ্বর্যা রজনীকান্ত পরিচালিত এই ছবির চিত্রনাট্যের বিষয়ে বেশ সাবধানী ছিলেন সৌরভ। ছবির চিত্রনাট্য চূড়ান্ত হওয়ার আগে ঘন ঘন মুম্বই ছুটতে দেখা গিয়েছিল সৌরভকে। শেষমেশ আয়ুষ্মানকেই পছন্দ নির্মাতাদের।

ভারতীয় ক্রিকটে দলের প্রাক্তন অধিনায়কের চরিত্রকে ফুটিয়ে তোলার জন্য আগামী মাস থেকেই শুরু হবে কঠোর প্রশিক্ষণ। তবে একটি জায়গা আয়ুষ্মানের মিল রয়েছে সৌরভের সঙ্গে। আয়ুষ্মান নাকি সৌরভ মতোই বাঁ-হাতি। তাই তাঁর চরিত্রকে ফুটিয়ে তোলাটা অভিনেতার ক্ষেত্রে সুবিধাজনক হবে বলেই ধরা হচ্ছে। তবে পুরোপুরি সৌরভের মতো হয়ে উঠতে অনেক প্রশিক্ষণের প্রয়োজন অভিনেতার।

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কদের মধ্যে সৌরভের আগে মহেন্দ্র সিংহ ধোনি থেকে বিতর্কিত অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিনের জীবনের চিত্রায়ণ হয়েছে বড় পর্দায়। দুটি ছবিই বক্স অফিসে হিট্।

Leave A Reply

Your email address will not be published.