The news is by your side.

‘অপরাধী রাজউকের লোক হলেও ছাড় নয়’ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম

0 863

 

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, বনানীর এফআর টাওয়ারের অগ্নিকাণ্ডের ঘটনা কোনো দুর্ঘটনা নয়। বরং এটি গাফিলতির মাধ্যমে একটি হত্যাকাণ্ড। আর এর জন্য যারাই দায়ী, তারা যত শক্তিশালী আর প্রভাবশালী হোক না কেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।  এ ঘটনায় দায়ী ব্যক্তি রাজউকের কেউ হলেও তাকে ছাড় দেওয়া হবে না।

শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে এফআর টাওয়ার পরিদর্শনে গিয়ে গণমাধ্যমের কাছে এসব কথা বলেন মন্ত্রী।

এসময় এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমি স্পষ্ট করে বলছি, আমাদের তদন্ত প্রতিবেদন উন্মুক্তভাবে প্রকাশ করা হবে। আগের তদন্ত প্রতিবেদনে কি সুপারিশ ছিল আর সেগুলো বাস্তবায়নের দায়িত্ব যাদের ওপর ছিল তারা কেন সেগুলো বাস্তবায়ন করেনি সেগুলোও আমরা খতিয়ে দেখবো এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এফ আর টাওয়ারের ১৮ তলা পর্যন্ত অনুমোদন ছিল জানিয়ে মন্ত্রী বলেন, ভবনটিকে ১৯৯৬ সালে ১৮ তলা ভবন নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছিল। ২০০৭ সালে তারা রাজউকে একটি নথি দাখিল করে ২৩ তলা করার। কিন্তু তাদের সেই নথি অনুমোদনের পক্ষে কোনো দলিল রাজউকে ছিল না। কারা এ কাজের সঙ্গে জড়িত ছিল, তারা যদি রাজউকের লোকও হন, আমরা কঠোর ব্যবস্থা নেবো।

এ ঘটনার জন্য যারাই দায়ী, প্রয়োজনে তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হবে বলেও জানান মন্ত্রী।

Leave A Reply

Your email address will not be published.