The news is by your side.

অন্তরঙ্গ দৃশ্যের অভিনয় করবেন কাজল আগরওয়াল

0 141

কাজল আগরওয়াল। ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়িকা। নিজের ক্যারিয়ারে রয়েছে অনেক হিট ছবির তকমা। তবে কখনো অন্তরঙ্গ দৃশ্যে দেখা যায়নি তাকে। এবার এমনই দৃশ্যে অভিনয় করবেন তিনি।

কোয়ান্টিকো ওয়েব সিরিজ ভারতে রিমেক হবে। এতে অভিনয়ের জন্য কাজলের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আমেরিকান টিভি সিরিজ কোয়ান্টিকোর প্রথম ও দ্বিতীয় সিরিজে অ্যালেক্স প্যারিস চরিত্রে অভিনয় করেন বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। প্রিয়াংকার চরিত্রের জন্য পরিচালকের প্রথম পছন্দ কাজল।

কোয়ান্টিকোর দ্বিতীয় সিরিজে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেছিলেন প্রিয়াংকা। সেই দৃশ্যের একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছিল। এ নিয়ে তুমুল সমালোচনার মুখে পড়েছিলেন প্রিয়াংকা। এতো কিছুর পরও কাজল এমন দৃশ্যে অভিনয়ের চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন কিনা তা সময়ের ব্যাপার মাত্র।

পরিচালক সিরিজটি হিন্দি, তেলেগু, তামিল, কন্নড়, মালায়ালামসহ আরো কয়েকটি ভাষায় মুক্তির পরিকল্পনা করেছেন। এটি নেটফ্লিক্সে মুক্তি পাবে।

কাজল অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘কোমালি’। তামিল ভাষার এ সিনেমা গত বছরের ১৫ আগস্ট মুক্তি পায়। বর্তমানে তেলেগু ভাষার দুটি, তামিল ভাষার তিনটি ও হিন্দি ভাষার একটি সিনেমার কাজ তার হাতে রয়েছে।

 

Leave A Reply

Your email address will not be published.