The news is by your side.

অন্তঃসত্ত্বা শুভশ্রীর বদলে সৃজিতের ‘দশম অবতার’-এ জয়া আহসানকে!

0 220

 

শুভশ্রী গঙ্গোপাধ্যায় আবারও মা হতে চলেছেন। অন্তঃসত্ত্বা হওয়ার কারণেই নাকি সৃজিত মুখোপাধ্যায়ের পুজোর ছবি ‘দশম অবতার’-এ নাও থাকতে পারেন নায়িকা। তাঁর জায়গায় সম্ভবত দেখা যেতে পারে দুই বাংলার প্রথম সারির নায়িকা জয়া আহসানকে!

১ জুলাই তাঁর জন্মদিন। বিশেষ দিনে বিশেষ খবর ছড়াতেই নড়ে বসেছেন তাঁর দুই বাংলার অনুরাগীরা। সৃজিত-জয়া এর আগে একসঙ্গে কাজ করেছেন ‘এক যে ছিল রাজা’ ছবিতে।

যদিও প্রযোজনা সংস্থা এসভিএফ বা পরিচালক থেকে এ বিষয়ে কিছুই জানাননি। আজকাল ডট ইন যোগাযোগ করার চেষ্টা করেছিল শুভশ্রীর সঙ্গেও। ফোন এবং হোয়াটসঅ্যাপ, দুটোতেই তিনি অধরা।

টেলিপাড়ার চর্চা অনুযায়ী, চার মাসের অন্তঃসত্ত্বা তিনি। সুসংবাদ দিয়েই ঈশ্বরের আশীর্বাদ নিতে পুরী পৌঁছেছিলেন চক্রবর্তী পরিবার। উল্টোরথের দিন জগন্নাথ দেবের শরণে তাঁরা। সঙ্গী নায়িকার কাছের বন্ধু শ্রাবন্তী চট্টোপাধ্যায়। বিমানবন্দরে তাঁদের ক্যামেরাবন্দি করেন রাজ। পরে সেই ভিডিয়ো এবং ছবি তাঁরা ভাগ করে নেন সামাজিক পাতায়। শুভশ্রীকে আগামীতে জি বাংলার রিয়্যালিটি শো ‘ডান্স বাংলা ডান্স’-এ দেখা যাবে? গুঞ্জন ছড়াতে এমন প্রশ্নও উঠেছে।

টেলিপাড়ার অনুমান, সাধারণত বিচারকের আসনে বসেন শুভশ্রী। বেশির ভাগ সময় তাঁর বসেই কাজ। তাই হয়তো শুট করতেও পারেন। যদিও শুটিংয়ে সাময়িক বিরতি। ফের শুরু হবে ২৪ জুলাই থেকে।

‘দশম অবতার’ ঘিরে চর্চার শেষ নেই। হিন্দিতে ‘কপ ওয়র্ল্ড’ নিয়ে মাতামাতির অন্ত নেই। সেই উন্মাদনা বাংলায় ছড়িয়ে দিতে চলেছেন সৃজিত।

Leave A Reply

Your email address will not be published.