The news is by your side.

অনুমতি ছাড়া সভা-সমাবেশ করার সক্ষমতা বিএনপির নেই: কাদের

0 658

 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অনুমতি না নিয়ে সভা-সমাবেশ করার সেই সাহস, শক্তি বা সক্ষমতা বিএনপির নেই। অনুমতি না নিয়ে বিএনপির সভা-সমাবেশ করার ঘোষণা হাস্যকর।

সোমবার সচিবালয়ে সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে সাংবাদিকদের কথা বলার সময় এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। খবর ইউএনবির

ওবায়দুল কাদের বলেন, ‘পুলিশের অনুমতি ছাড়া বিএনপি সভা সমাবেশ করবে- বিষয়টি আমার কাছে হাস্যকর। পুলিশের অনুমতি ছাড়া তাদের (বিএনপি) সভা-সমাবেশ করার সাহস, শক্তি আছে কি-না তা নিয়ে আমার প্রশ্ন আছে। আন্দোলনে তাদের কোনো সক্ষমতা আছে?’

বিএনপি কোনো আন্দোলনে ৫০০ লোক দেখাতে পারেনি বলেও দাবি করেন তিনি।

বিএনপির আমলে আওয়ামী লীগকে অনুমতি নিয়েই সভা-সমাবেশ করতে হয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘তারা (বিএনপি) অনুমতি নেবেন না কেন? তাদের আমলে অনুমতি ছাড়া আমাদের কোনো সভা-সমাবেশ করতে দেয়নি।’

প্রসঙ্গত, রোববার রাজধানীর নয়াপল্টনে অনুষ্ঠিত বিএনপির সমাবেশে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আজকের পর থেকে বিএনপি সমাবেশ করতে আর কোনো অনুমতি নেবে না। যখন প্রয়োজন সমাবেশ হবে।’

Leave A Reply

Your email address will not be published.