The news is by your side.

অনির্দিষ্টকালের জন্য বন্ধ চুয়েট , হল ছাড়ার নির্দেশ শিক্ষার্থীদের

0 102

সড়কে দুই ছাত্রের মৃত্যুর ঘটনায় অবরোধ ও বিক্ষোভের মধ্যে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)। আজ চুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ মুহাম্মদ হুমায়ুন কবীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আজ বিকাল ৫টা ও ছাত্রীদের আগামীকাল সকাল ৯টার মধ্যে হল ত্যাগ করতে বলা হয়।

সোমবার বিকেলে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের সেলিনা কাদের চৌধুরী কলেজ সংলগ্ন এলাকায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী চুয়েটের পুরকৌশল বিভাগের ২০তম ব্যাচের শিক্ষার্থী শান্ত সাহা ও ২১তম ব্যাচের তৌফিক হোসেন নিহত হন।

এ ঘটনায় আহত হন জাকারিয়া হিমু নামে আরেক শিক্ষার্থী। তিনি একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন। শিক্ষার্থীদের মৃত্যুর ঘটনায় ঘাতক চালককে রাঙ্গুনিয়া থেকে আটক করা হয়।

দুই ছাত্র নিহত ও একজনের আহতের ঘটনায় ওইদিন রাতেই চুয়েটের শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জনের কর্মসূচি ঘোষণা করে।

মঙ্গলবার সকাল থেকে সড়ক অবরোধ করে নানা কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। এতে কাপ্তাইয়ের সঙ্গে চট্টগ্রামের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। গত চারদিনের আলোচনার পরও চুয়েট শিক্ষার্থীদের আন্দোলন থেকে ফেরাতে ব্যর্থ হয়েই মূলত ক্যাম্পাস বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।

Leave A Reply

Your email address will not be published.