The news is by your side.

অনাহার ও কষ্টের মাঝেই ঈদ উদযাপনের প্রস্তুতি নিচ্ছে গাজাবাসী

0 83

ফিলিস্তিনের গাজায় ছয়মাস ধরে নির্বিচারে বোমা ফেলে যাচ্ছে ইসরায়েল। মাটির সঙ্গে মিশে গেছে বহু ভবন। নিহত হয়েছে ৩৩ হাজারেরও বেশি বাসিন্দা। বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ মানুষ। অনেক অধিবাসী আশ্রয় নিয়েছে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে, আবার কেউ কেউ শেষ আশ্রয়টুকু হারিয়ে ঘুরছেন পথে পথে। অনাহারে মারা গেছে বহু নর-নারী-শিশু। দুর্ভিক্ষের শিকার হয়ে ঘাস-লতাপাতা খেয়ে দিন পার করছেন হাজার হাজার ফিলিস্তিনি।

এমন প্রেক্ষাপটের মধ্যেই চলে এসেছে মুসলমানদের সবচেয়ে বড় উৎসব পবিত্র ঈদুল ফিতর। অন্যান্য বছর রমজান শেষে সেখানে বয়ে যায় অনাবিল আনন্দ। থাকে বাহারি নানা আয়োজন। এবার অনাহার ও নিদারুণ কষ্টের মাঝেই ঈদের প্রস্তুতি নিচ্ছেন অবরুদ্ধ গাজাবাসী। বানাচ্ছেন নানা পিঠাপুলি। যদিও তা মুহূর্তেই ফিকে হয়ে যেতে পারে, কারণ রাফায় আবার ধ্বংসযজ্ঞ চালানোর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল।

Leave A Reply

Your email address will not be published.