The news is by your side.

অনন্যা পাণ্ডের কথা ফাঁস করে দিলো বন্ধু সারা !

0 419

সারা বলিউডের দুই জনপ্রিয় অভিনেত্রী সারা আলী খান ও অনন্যা পাণ্ডের সুসম্পর্কের জেরে বেশ ভালো খেসারত দিতে হল অনন্যা পান্ডেকে । এতদিন অনন্যা যা গোপন করতে চেয়েছিলেন এতদিন, সেই কথাই ফাঁস করে দিলো বন্ধু সারা ।

জি নিউজের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি করণ জোহরের টক শো ‘কফি উইথ করণ’-এ একসঙ্গে হাজির হয়েছিলেন অনন্যা পান্ডে ও সারা আলী খান।  সেখানেই করণ সারাকে জিজ্ঞাসা করেন, ‘কী এমন জিনিস যা তোমার নেই অথচ অনন্যার কাছে আছে?” এক মুহূর্ত চিন্তা না করেই সারা উত্তর দেন ‘এ নাইট ম্যানেজার’ । এই কথা শোনামাত্রই লজ্জায় লাল হয়ে যান অনন্যা পান্ডে।

অনন্যা পান্ডে যে আদিত্য রায় কাপুরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছেন বলিউডে এই খবর আর নতুন নেই।  নিজেরা স্বীকার না করলেও মাঝেমধ্যেই চলছে মালদ্বীপ ট্রিপ। কিছু দিন আগে দু’জনের ঘনিষ্ঠ ছবিও ভাইরাল হয়েছিল।  আর এরকমই একটা সময় সারা পরোক্ষে ভাবে বলে দিলেন, অনন্যা-আদিত্য সম্পর্কে রয়েছেন।

কিছু দিন আগেই মুক্তি পেয়েছিল ওয়েবসিরিজ ‘দ্য নাইট ম্যানেজার’  ওই সিরিজে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন অনীল কাপুর, আদিত্য রায় কাপুর ও শোভিতা ধুলিপালা। সেই প্রসঙ্গই এবার টেনে আনলেন সারা।  জানিয়ে দিলেন অনন্যার জীবনের ‘নাইট ম্যানেজার’টি আসলে কে?

এদিকে এ ঘটনায় হকচকিয়ে যান অনন্যা। সারা যে সবার সামনে এসব বলে দিতে পারেন , তা একেবারেই বিশ্বাস করতে পারেননি তিনি।

অপরদিকে এই ভিডিও সামনে আসতেই অনন্যার ভক্তরা বেজায় চটেছেন সারার ওপর। তাদের বক্তব্য অনন্যা বা আদিত্য কেউই এই সম্পর্কের কথা এত তাড়তাড়ি বলতে চাননি। আপনি তো অনন্যার বন্ধু। কী করে বন্ধুর প্রেমের কথা এভাবে সবার সামনে বলে দিলেন?

তবে সারার ভক্তদের বক্তব্য, খোলাখুলি কিছুই বলেননি সারা।

Leave A Reply

Your email address will not be published.