পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান অতীত ঝেড়ে এগিয়ে যেতে প্রস্তুত বলে মনে হয়।
পিটিআই বলেছে, সদ্য সমাপ্ত নির্বাচনে ইমরানের দল-সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা সবার চেয়ে এগিয়ে থাকায় তারা কেন্দ্র, পাঞ্জাব ও খাইবার পাখতুনখাওয়া প্রদেশে সরকার গঠন করবে।
গতকাল রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন পিটিআইয়ের আইনজীবী উমায়ের খান নিয়াজি।
নিয়াজি বলেন, পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান কেন্দ্র, পাঞ্জাব ও খাইবার পাখতুনখাওয়া প্রদেশে সরকার গঠনের সিদ্ধান্ত নিয়েছেন।
ইমরানের নিজ শহর মিয়ানওয়ালির নবনির্বাচিত জাতীয় পরিষদ সদস্য (এমএনএ) নিয়াজির ভাষ্যমতে, পিটিআই নেতা ইমরান তাঁর রাজনৈতিক প্রতিপক্ষ নওয়াজ শরিফকে জোট সরকার গঠন করতে না দেওয়ার জন্য দেশটির ক্ষমতাশালীদের প্রতি আহ্বান জানিয়েছেন। এ প্রসঙ্গে তিনি বলেছেন, অতীতে এমন পরীক্ষা-নিরীক্ষা কাজ দেয়নি।
নিয়াজি বলেন, ইমরান রাজনৈতিক অস্থিতিশীলতার অবসান এবং দেশের ভবিষ্যতের জন্য এগিয়ে যেতে প্রস্তুত।